ভালোবাসা ৬ (তোমার জন্য)

প্রতিকি অনশন করবো
আজ তোমার জন্য।

পাখিদের নিয়ে গণমিছিল করবো
তোমার জন্য।

বট বৃক্ষের মাস্তুলে বসে থাকা হুতুম
পেঁচা হবো তোমার জন্য।

বিজলীর দ্যুতি হয়ে ভস্ম হবো
তোমার জন্য।

এক চিলতে রোদের ভিজে বর্ষা হবো
তোমার জন্য।

নির্ঘুম রাতের তারা হবো
তোমার জন্য।

আমি আনবরত আদি আদিম হবো
তোমার জন্য।

হাজার বছরের পথ পাড়ি দিয়ে
উত্তাল উচ্ছ্বাসে মিলিয়ে যাবো
তোমার জন্য।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

17 thoughts on “ভালোবাসা ৬ (তোমার জন্য)

  1. ভালোবাসার কবিতায় অভিনন্দন জানাই কবি মি. শান্ত চৌধুরী। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. ভালোবাসার কবিতায় শুভেচ্ছা জানাচ্ছি কবি। :)

  3. নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif​​​​​​​

  4. কবির জন্য নিরন্তর শুভেচ্ছা রইল। সাথে অনাবিল ভালোবাসা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।