আমরা হারবো না

আবারো যুদ্ধ আমরা হারবো না
প্রতিপক্ষ কোভিড-উনিশ
তোরা সব্বাই ঘরে থাকিস
পালাতে বাধ্য ভয়াবহ করোনা।

আমরা বাঙালী হারতে জানি না
আসুক না কোভিড-উনিশ
কিছু ছুঁলেই হাত ধুয়ে নিস
দেখিস, পালাতে বাধ্য করোনা।

বাঙালীরা কিছুতেই পায় না ভয়
জানিস এ কোভিড-উনিশ
মুখে যার গাদা গাদা বিষ
সামাজিক দূরত্ব ওর পছন্দ নয়।

তোরা তাই দূরে দূরেই থাকিস
হৃদয়খানি হবে লাগালাগি
কষ্টগুলো করিস ভাগাভাগি
দেখবে, উধাও কোভিড-উনিশ।

যারা তবে দিন আনে দিনে খায়
ওদের ঘরে নেই ভাত
যারা পারিস বাড়াস হাত
দেখিস করোনা কি দ্রুত পালায়।

4 thoughts on “আমরা হারবো না

  1. আবারো যুদ্ধ আমরা হারবো না। নিশ্চয়ই আমরা এই যুদ্ধে জয়ী হবো। সহায় সৃষ্টিকর্তা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।