নিয়তির খেলা

যারা চলে গেছে আর ফিরবে না কভু
এ রীতি এ দুনিয়ায় দিয়েছেন প্রভু।
যতোই সে ডাকাডাকি শুনে না সে কানে
ভালোবাসা প্রীতি তারে আর নাহি টানে।

তুমি কাটাও সময় আজি মহা সুখে
ভাবো আর তুমে ছোবে না কখনো দুখে।
নিয়তির এ খেলা গো ফুরায় নিমিষে
দুখেরা আসে হেসেই যায় শেষে পিষে।

এ জীবনে যৌবন সে টিকে অল্প ক্ষণ
জীবনে আর ফিরে কি সে অমূল্য ধন ?
ধন সম্পদ সবই যদি কভু যায়
আর যে ফিরে না তবে এ জনমে হায়।

নিয়তির খেলা যেনো বড়োই নিঠুর
আবেগের দাম নাই রয় ব্যথাতুর।
যদি প্রসন্ন সে প্রভু কাটে কালো রাত
কষ্টের শেষে দেখে সে সুন্দর প্রভাত।

জীবনে সময় খেলে নিদারুণ খেলা
যারা না দিয়ে গো মূল্য তার করে হেলা;
হারিয়ে সবি কাটায় ব্যথিত জীবন
সয়ে যেতে হয় সদা যন্ত্রণা পীড়ন।

মাত্রাবিন্যাসঃ অক্ষরবৃত্তঃ ৮+৬

8 thoughts on “নিয়তির খেলা

  1. নিয়তির খেলা যেনো বড়োই নিঠুর
    আবেগের দাম নাই রয় ব্যথাতুর।
    যদি প্রসন্ন সে প্রভু কাটে কালো রাত
    কষ্টের শেষে দেখে সে সুন্দর প্রভাত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. মাত্রা গুনে লেখা পারফেক্ট  কবিতাটি বেশ ভাল লেগেছে। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।