অজস্র প্রাণের নিরলস শ্রমে গড়া বালুঘর।
সব আয়োজন,উৎসবের সকল রসদে পূর্ণ!
রাজা-রানী,মন্ত্রী-সামন্ত কোলাহলে মুখরিত প্রাসাদ!
এক মানুষের পদপিষ্টে মুহূর্তেই এলোমেলো সব,
তছনছ সাজানো সোনার সংসার।
হায় পিঁপড়ে!হায় লাল টুকটুকে পিঁপড়ে!
3 thoughts on “লাল পিঁপড়ে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ ভাবনাময় কবি দা
অণুলিখাটি বেশ অসাধারণ লিখেছেন। অভিনন্দন জানবেন।
অনেক ভালো লাগলো। শুভ কামনা।