লাল পিঁপড়ে

অজস্র প্রাণের নিরলস শ্রমে গড়া বালুঘর।
সব আয়োজন,উৎসবের সকল রসদে পূর্ণ!
রাজা-রানী,মন্ত্রী-সামন্ত কোলাহলে মুখরিত প্রাসাদ!
এক মানুষের পদপিষ্টে মুহূর্তেই এলোমেলো সব,
তছনছ সাজানো সোনার সংসার।
হায় পিঁপড়ে!হায় লাল টুকটুকে পিঁপড়ে!

এইচ আই হামজা সম্পর্কে

আমি একজন ছাত্র। সমাজ পরিবর্তনের দায়িত্ব থেকে সমাজ বদলের স্বপ্ন নিয়ে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। কলাবাগান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে বর্তমানে পালন করছি। পাশাপাশি লেখালেখির মধ্য দিয়ে নিজেকে বিকশিত করার চেষ্টায় ব্রত আছি।

3 thoughts on “লাল পিঁপড়ে

মন্তব্য প্রধান বন্ধ আছে।