আমি হবো রাজা

images

ইচ্ছে করে হবো রাজা
করবো দেশের ভালো,
দেশের থেকে তুলবো ফেলে
আছে যতো কালো।

হেথা হোথা দেশে আজি
ঘুষে গেছে ভরে,
কঠিন সাজা দেবো ওদের
একটা একটা ধরে।

স্বৈরাচারী যতো আছে
দেবো আমি ফাঁসি,
তবেই যেন পাবো শান্তি
দেখবো প্রজার হাসি।

গরিব কত না খেয়ে রয়
আমার কষ্ট লাগে,
দেশের যুবা বেকার আছে
মনে দুঃখ জাগে।

মুনাফাখোর বিষ মিশিয়ে
মারছে মানুষ দেশে,
ধরবো আমি নিজের হাতে
ফাঁসি দেবো শেষে।

3 thoughts on “আমি হবো রাজা

  1. সহজ সরল কথা কাব্য সব সময়ই পাঠক হৃদয় জয় করে। শুভেচ্ছা রইলো কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।