ইচ্ছে করে হবো রাজা
করবো দেশের ভালো,
দেশের থেকে তুলবো ফেলে
আছে যতো কালো।
হেথা হোথা দেশে আজি
ঘুষে গেছে ভরে,
কঠিন সাজা দেবো ওদের
একটা একটা ধরে।
স্বৈরাচারী যতো আছে
দেবো আমি ফাঁসি,
তবেই যেন পাবো শান্তি
দেখবো প্রজার হাসি।
গরিব কত না খেয়ে রয়
আমার কষ্ট লাগে,
দেশের যুবা বেকার আছে
মনে দুঃখ জাগে।
মুনাফাখোর বিষ মিশিয়ে
মারছে মানুষ দেশে,
ধরবো আমি নিজের হাতে
ফাঁসি দেবো শেষে।
সহজ সরল কথা কাব্য সব সময়ই পাঠক হৃদয় জয় করে। শুভেচ্ছা রইলো কবি।
বেশ ছন্দময় প্রকাশ কবি দা
সৌন্দর্যময় লেখা