মধুর বিধুর স্মৃতি

41_n

জীবনে রয় বিধুর স্মৃতি
দাগ কাটে যে ক্ষণে,
মধুর স্মৃতি উঁকি দিতেই
ফুর্তি জাগে মনে।

এই জীবনে চলার পথে
স্বপ্ন বুনি কতো,
হই সফল কভু বিফল
পথে বাধা যে শত।

জীবন রথে সকল ক্ষণে
সদা স্বপ্ন জাগে,
এই তো রীতি চলছে হায়
কঠিন ধরা বাগে।

মধুর হোক বা সে বিধুর
হৃদয়ে যেই বাজে,
তাইযে মোরা নতুন আশে
মগ্ন থাকি কাজে।

স্মৃতি জীবনে কভু হাসায়
কভু কাঁদায় হায়,
জীবন রথ থামে একদা
মুক্তি খোঁজে পায়।

.
মাত্রাবৃত্তঃ ৫+৫ / ৫+২

4 thoughts on “মধুর বিধুর স্মৃতি

  1. মধুর হোক বা সে বিধুর
    হৃদয়ে যেই বাজে,
    তাইযে মোরা নতুন আশে
    মগ্ন থাকি কাজে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী । ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।