মরিচঝাপি

বাদুর বেলায়
আমরা খেলি মরিচঝাপি খেলা।

সিক্ত গুহায় মাগুরের ঘাই
নোনাস্বাদ জল সাঁতরে পরিশ্রান্ত।

দীর্ঘ রাতের পরে বসন্তবিহার
ধবল ভোরে উঠোনে জবাফুল।

হামাগুড়ি শেষে হাঁটিহাঁটি পা পা
পূর্ণ জীবনে জবাগন্ধ ছাড়াও

বেঁচে থাকে আশা প্রত্যাশা
আশা প্রত্যাশায় থাকে মরিচঝাপি।

1 thought on “মরিচঝাপি

  1. কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই। শুভ হোক দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।