কবিতার মতো মানুষ খুঁজতে
এক গ্রন্থ ঘোর নিয়ে দাঁড়ায়েছি
কেরোসিন বাতির সম্মুখে-
মফস্বলি কাঁচাবাজারের সন্ধ্যা
আমাকে দেখিয়ে দেয়
মরা মাছের চোখ, জমিয়ে ওঠা
খুচরো পয়সার সম্পর্কে
সমস্ত সত্তা বিক্রেতার মুখোমুখি
বাবার স্মৃতির সুদীর্ঘ পথ, যতিচিহ্ন;
তোমরা যারা এখানে আসো-
ভিন্নমতে, নৈঃশব্দ্যে লিখে রেখ
মুদ্রিত বিপ্লবের গল্প, রাজার শহর!
তোমরা যারা এখানে আসো-
ভিন্নমতে, নৈঃশব্দ্যে লিখে রেখ
মুদ্রিত বিপ্লবের গল্প, রাজার শহর!
আপনার লেখাগুলো পড়তে ভালো লাগে। তাই পড়ি।
শুভকামনা থাকলো কবি।