ছাব্বিশে মার্চ

bg2019

আমরা পেলাম স্বাধীন বাংলা
রক্ত দানের ফলে,
আজ এলো ঐ ছাব্বিশে মার্চ
সবাই খুশির ঢলে।

ফুল সৌরভে রূপ গৌরবে
কী সুন্দর যে তুমি,
ইচ্ছে মোদের সতত তাই
হে মা ! তোমায় চুমি।

শস্য শ্যামল সবুজ মাখা
দেখলে তোমার হাসি,
নয় গো শুধু ধনীক হাসে
হাসে মজুর চাষি।

নেই তুলনা তোমার মাগো
তুমি মোদের স্বর্গ,
শেখ মুজিবুর ছিলেন বলে
পেলাম তুমি অর্ঘ্য।

মা বোন আরো লক্ষ শহীদ
আনলে স্বাধীন যাঁরা,
সারাজীবন ভুলবো নাকো,
চিরজীবী তাঁরা।

স্বরবৃত্তঃ ৪+৪ / ৪+২

2 thoughts on “ছাব্বিশে মার্চ

  1. ফুল সৌরভে রূপ গৌরবে
    কী সুন্দর যে তুমি,
    ইচ্ছে মোদের সতত তাই
    হে মা ! তোমায় চুমি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।