কোন এক অদেখা রাজকুমারকে

নদীর এত কাছে কেন দ্বিপ্রহরের মাঠ?
জল নেবে আজন্ম তৃষ্ণার?
তোমার জুতোগুলো অতিথি পাখির ডানা
আমাকে গ্রহন করো
আমিই টলটলে নদীজল,
তৃষ্ণা জাগাতে বা মেটাতে জুড়ি নেই।

অনেক ঝড় ছেড়ে গেলে ত্রিসীমানা
দেখো, একবার নজর করে দেখো
জলের ভেতর স্বচ্ছ ফটিক
বরফগুলো যেভাবে উড়ে এসেছে এত পথ পাড়ি দিয়ে
দেখো, উড়ে যেতে যেতে নদী
তোমার পায়ে শাপলামালা জড়িয়ে দিয়েছে।

কোন গ্রীষ্মসন্ধ্যায় আমরা বসে থাকব পাশাপাশি
চলে যাবার কথা ভাববার আগেই
টুপ করে জলে নেমে আসা সূর্য অতল
তোমাকে কেড়ে নিতে চাইলে পর
আমি নিজেকে ছড়িয়ে দেব অনুপম নীলে
তুমি শুধু গ্রহন করো এই সমর্পণ।

3 thoughts on “কোন এক অদেখা রাজকুমারকে

  1. ".. তোমাকে কেড়ে নিতে চাইলে পর
    আমি নিজেকে ছড়িয়ে দেব অনুপম নীলে
    তুমি শুধু গ্রহন করো এই সমর্পণ।" ___ সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।