হয়ে গেল ধীরে ধীরে রমাদান শেষ
ঈদের খুশির ভিড়ে কেটে যাবে বেশ;
কুকর্মের উপবাসে কেটে গেল মাস
গরিব ধনীর পাশে, ভেদাভেদ হ্রাস।
অভুক্ত মানুষ হাসে এই রমাদানে
অন্ন মিলে অনায়াসে শান্তি পায় প্রাণে;
সালাত রোজায় সবে পার করে বেলা
পুণ্য কামায় নীরবে, করে নাকো হেলা।
যদি হতো রমাদান, সারা বর্ষ জুড়ে
সম্প্রীতি হয় না ম্লান, ছন্দ ফিরে সুরে;
আলোর ঝলকে ভরে সকলের হৃদ
ফিরে আসে ঘরে ঘরে, আনন্দের ঈদ।
অরিত্রিক ছন্দে অক্ষরবৃত্তঃ ৮+৬
আলোর ঝলকে ভরে সকলের হৃদ
ফিরে আসে ঘরে ঘরে, আনন্দের ঈদ। ___ ঈদ মোবারক প্রিয় কবি।
আপনাকেও ঈদ মোবারক ও অনেক শুভেচ্ছা শ্রদ্ধেয় মুরুব্বী।


পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানাচ্ছি, দাদা। আশা করি আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সবাইকে নিয়ে আনন্দ-উল্লাসে পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ উপভোগ করবেন। ঈদ মোবারক!