এখনো আছে বহু বিভেদ সমাজে
শিক্ষিত যারা পায় না মান
মূর্খেরা আজ পাচ্ছে সম্মান
অসৎ করছে সুবিধা ভোগ রাজে।
রক্ত তবে সবার একই, ওই লাল
হৃদয় হয়ত বা একই নয়
কেউ শক্ত কেউ নরম হয়
অন্তরে কারো, শুধু প্যাঁচের জাল।
হিন্দু আর মুসলিমে ভেদ ঐ ধর্মে
মানুষের রক্ত, তবে এক
পৃথক শুধু মন ও বিবেক
কেউ মুচি মেথর প্রভেদ শুধু কর্মে।
আল্লাহ বা ঈশ্বর সব এক জিনিস
আমি বলি, ‘আল্লাহ’ যারে
তুমি ‘ঈশ্বর’ ডাকো তারে
প্রভু সে এক, হয় না ঊনিশ বিশ।
বৌদ্ধ বা খৃষ্টান, কেউ আলাদা নয়
মানুষ উপরে, সত্য জেনো
মানব ধর্ম এক, সে মেনো
আমরা মানুষ এই মোদের পরিচয়।
আল্লাহ বা ঈশ্বর সব এক জিনিস
আমি বলি, ‘আল্লাহ’ যারে
তুমি ‘ঈশ্বর’ ডাকো তারে
প্রভু সে এক, হয় না ঊনিশ বিশ। ___ সুন্দর পরিস্ফুটন।