চিরকুট কবিতা

ফেরারী মন

শঙ্খ শঙ্খ করে আজ অবধি নীলান্ত সুরের মূর্ছনা,
সাদা ক্যানভাসের গায়ে ধূসর রাশি রাশি;
পাষাণ পথে দৈন্য মেলা, অবসন্ন বোধে তেপান্তরের দিক।
এদিকে ঢেউ ছুঁয়ে সাগরের সাথে চুপি চুপি পত্রমিতালী,
নাটাই হাতে ঘুড়ি নিয়ে ছুটে বেড়ানো রংধনুর পিছু পিছু।
অবশেষে সান্ধ্য অবকাশে দীপশিখার শিয়রে নিয়ে আসা
আমার সেই ফেরারী মন।
_______________________________

প্রতিনিয়ত ভাবি

ভ্রমণ শেষে ফেলে আসা দিকচক্রবাল;
বারান্দার গ্রিলে আলতো করে ছোঁয়া
নীলান্তর হবার আশায়।
এদিকে আমার উদাসীনতায়
বিন্দু বিন্দু আষাঢ়-শ্রাবণ তোর চোখে
উপন্যাস হয়ে যায়।
আজ বারি শিকলে বন্দি দু’চোখে
প্রতিনিয়ত ভাবি,
সত্যি কি সেদিন তুই কেঁদেছিলি?

7 thoughts on “চিরকুট কবিতা

  1. প্রথমত : শব্দনীড় এ আপনাকে সুস্বাগতম মি. আরণ্যক। ধন্যবাদ।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    দ্বিতীয়ত : চিরকুট শিরোনামের পাতায় দুটো চিরকুট কবিতা পড়লাম। লিখার শব্দযোজনায় স্পষ্ট বোঝা যাচ্ছে নিয়মিত থাকলে আপনি অনেকটা পথ আমাদের সাথে এগিয়ে যাবেন। শাব্দিক চিত্রায়ণ চমৎকার হয়েছে। পাশে থাকুন এবং নিয়মিত লিখুন। :)

  2. দুটি কবিতায় আপনার প্রতিভার স্বাক্ষর এঁকেছেন মনে হলো। এমন সুন্দর আরও পড়তে চাই দাদা। স্বাগত হে কবি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. প্রথমটাতে অবসন্ন ভারাক্রান্ত মনের বেদনাময় চিত্র ফুটে উঠেছে। আর দ্বিতীয়টাতে বিচ্ছেদের ক্রন্দন!!!  চমৎকার দুটি চিরকুট কবিতা! অসধারণ রচনাশৈলী!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif শুভেচ্ছা ও শুভকামনা কবিকে!

  4. কবি আরণ্যক দাদা ভাই এখনও আসেন নাই। ঘুরে গেলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  5. সবাইকে অসংখ্য ধন্যবাদ। 
    আপনাদের বন্ধুসুলভ মন্তব্যগুলো অনুপ্রেরণা হয়ে রইলো। শব্দনীড়ের সাথে বহুদুর যেতে চাই। আপনাদের পাশে পেলে আশা করি কাটাকুটি করে লেখাগুলোকে আরো পরিণত করে তুলতে পারবো।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif
    সবার জন্য আবারো অনেক শুভ কামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. জনে জনে না দিয়ে এক মন্তব্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিলেন !! চেষ্টা করেছিলেন কিনা জানিনা; তারপরও বলবো চেষ্টা করবেন মি. আরণ্যক।
      খুশি হয়েছি। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।