ট্যাগ আর্কাইভঃ চিরকুট

চিরকুট কবিতা

ফেরারী মন

শঙ্খ শঙ্খ করে আজ অবধি নীলান্ত সুরের মূর্ছনা,
সাদা ক্যানভাসের গায়ে ধূসর রাশি রাশি;
পাষাণ পথে দৈন্য মেলা, অবসন্ন বোধে তেপান্তরের দিক।
এদিকে ঢেউ ছুঁয়ে সাগরের সাথে চুপি চুপি পত্রমিতালী,
নাটাই হাতে ঘুড়ি নিয়ে ছুটে বেড়ানো রংধনুর পিছু পিছু।
অবশেষে সান্ধ্য অবকাশে দীপশিখার শিয়রে নিয়ে আসা
আমার সেই ফেরারী মন।
_______________________________

প্রতিনিয়ত ভাবি

ভ্রমণ শেষে ফেলে আসা দিকচক্রবাল;
বারান্দার গ্রিলে আলতো করে ছোঁয়া
নীলান্তর হবার আশায়।
এদিকে আমার উদাসীনতায়
বিন্দু বিন্দু আষাঢ়-শ্রাবণ তোর চোখে
উপন্যাস হয়ে যায়।
আজ বারি শিকলে বন্দি দু’চোখে
প্রতিনিয়ত ভাবি,
সত্যি কি সেদিন তুই কেঁদেছিলি?