-‘ স্বপ্ন ’
এমন হাজার স্বপ্ন আছে যা পুরনের আগেই সাদা আকাশের মেঘের সাথে মিলিত হয়ে যায় । স্বপ্নটা হয় রঙ্গিন তবে সবার স্বপ্নের রং এক হয় না ।তবে স্বপ্নের কমন রং হলো নীল ।নীল মানুষকে খুব আবেগাপ্লুত করে যার ফলে মানুষ ওটাকেই আপন ভেবে নেয় খুব সহজে । নীল রংটাই পরে সবার মাঝে বিরাজমান হয় খন্ডিত অংশে । কেউ পারে এই অংশ গুলোকে একত্রিত করে সুন্দর একটি জীবন গড়তে আর কারোটা মাঝ পথেই আরো টুকরো হয়ে বালু কনায় পরিনত হয় । জীবন চলে একটা দূর্বিসহ অলিগলির মধ্যে দিয়ে । আমরা অনেকটাই সচেতন এই সকল বিষয়াবলির সাথে তবু অবচেতন অবস্থার মধ্যে টুকরো একটু ভুলের কারনে জীবনের প্রতিছবিটাই পাল্টে যায় কারো কারো । বাস্তব জীবনে যে সবাই সফল তা কিন্তু নয় আবার সবাই যে একে বারে অন্তিমেই পরআছে সেও নয় । স্বপ্নের নেশা মানুষকে নিয়ে গেছে cyb©Zvi শেষ চুরায়,, আবার অনেক উপর থেকে নিচেও ধাবিত করেছে ওই একটাই নাম চোখের স্বপ্ন ।
9 thoughts on “শব্দনীড়ে প্রথম পোস্ট কেমন হলো অবশ্যই জানাবেন সবাই”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
প্রথমত শব্দনীড়ে স্বাগত জানাচ্ছি! আশা করি শব্দনীড় হবে আপনার অবসরের নিত্যসঙ্গী।
লেখাটা ভালই হয়েছে। আসলেইতো স্বপ্ন দেখে জীবত মানুষ, মৃতেরা কি স্বপ্ন দেখতে পারে?
অসংখ্য ধন্যবাদ
স্বপ্ন দেখেন এমন মানুষ আমার সবচেয়ে পছন্দের। কারণ তিনি বেঁচে থাকার প্রেরণা পায়। যিনি স্বপ্নহীন তিনি আশা হীন প্রত্যাশা হীন নিরস জগতের বাসিন্দা।
শব্দনীড় এ স্বাগতম মি. রাসেল মিরাজ। পরিচিত হয়ে খুশি হলাম। পাশাপাশি পোস্টের বক্তব্যও সুন্দর। তবে পোস্ট সংশ্লিষ্ট নয় এমন ছবি প্রচ্ছদ ব্যবহার না করাই ভালো।
মনে থাকবে
শব্দনীড়ে প্রথম পোস্ট কেমন হলো অবশ্যই জানাবেন সবাই … আহবান নিঃসন্দেহে নান্দনিক; তবে মতামত পাওয়া মাত্রই পোস্টদাতারও কর্তব্য পাঠকের উত্তর দেয়া।
সময় পেলেই উত্তর দিবো
শব্দনীড়ে আপনাকে স্বাগতম।
গ্রহন করে নেবার জন্য ধন্যবাদ
আপনাকে আন্তরিকভাবে স্বাগত: জানাই। শব্দনীড় হোক আপনার সৃজনশীলতার চারণভূমি। একসাথে আমাদের পথচলা উজ্জ্বল হোক এই কামনা করি। লিখতে থাকুন, অন্যদের লেখা পড়ুন আর সেসব লেখায় আপনার মতামত দিন।
স্বপ্ন নিয়ে আপনার ভাবনা ভাল লেগেছে। পোস্টের ছবি দেখে আপনাকেও চিনতে পারলাম। বেশ ভালই লাগল। তবে পোস্টের বিষয়বস্তুরর সাথে সংশ্লিষ্ট প্রচ্ছদ দিলে আরো মানানসই হত।
ভাল থাকবেন নিরন্তর।