মন খারাপের দিনে !

কিছু দিন ধরেই মনটা ভালো নেই। কি এমন কারন যে আমার ভালো লাগবেনা তাও সঠিক ভাবে বুঝতে পারতেছি না।

আজ একেবারে বেশী অসহনীয় লাগতেছে নিজের কাছে, কোন কাজে মন সঠিকভাবে দিতে পারিনা।

তার ভিতরে অফিসের কাজ, নিজের জন্য সময় বের করা, বন্ধুদের জন্য সময় দেয়া, সব কিছু ঠিকমত চল্লেও আমার দোস্তকে সময়টা ঠিকমত দিতে পারিনা। এই নিয়ে তার কোন অভিযোগও নাই। আমি বুঝতে পারিনা এই ভালো না লাগার কারন কি ?

মুক্ত হতে চাই এই টেনশন থেকে।

রাসেল মিয়া সম্পর্কে

মোঃ মাসুদ পারভেজ মিয়া ( রাসেল )। রাসেল নামেই আমি বেশী পরিচিত এবং এটাতেই বেশী ভালোলাগে আমার। ছোট থেকেই লিখতে ভালো লাগে না আমার তাই কখনও চেষ্টাও করি নাই লেখক হবার। তবে লেখা পড়তে আমার খুব ভালো লাগে বিশেষ করে যখন একা থাকি তখনই সবার লেখা পড়েই বেশীর ভাগ সময় কাটে। তবে গানও শুনি বিশেষ করে আধুনিক গান বেশী শুনি ... লেখা পড়া বেশী করতে পারি নাই ... বি এ কমপ্লিট করবার পরে মাথায় এক ধরনের ঝিঁঝিঁ পোকার আবাস স্থল তৈরি হয় যার কারনে পরবর্তী ধাপ অতিক্রম করা হয়নি। চেষ্টা করি সবার সাথে তাদের মত করে চলতে কিন্তু মানুষ বলে তো কথা; সবার মত হতে পারিনা। কারো থেকে ভালো আবার কারো থেকে অনেক খারাপ। এখন চিন্তায় আছি খারাপের সাথে আর কোন সম্পর্ক রাখবো না।

2 thoughts on “মন খারাপের দিনে !

  1. সাহিত্যের বিচারে লিখাটিকে কোন মানদণ্ডে বিচার করলে সহনীয় হবে আমার জানা নেই। তবে এইটুকু মতামত আমি দিতে চাই … আমরা কিন্তু আমার বা আমাদের মনের কথা গুলোই কনসেন্ট্রেটেড আকারে লিখার বিভিন্ন রূপ দেই। আমি তুমি সে’র প্রবাহে লিখা বা ভাবের প্রকাশ কিন্তু সেই একই। ছন্দ পদ্য গদ্য আকার আয়তন সব মিলিয়ে নিজেকেই প্রকাশ করি।

    কেবল সাহিত্য নির্ভর হলে একটি সামাজিক ব্লগ কতটা সামাজিক হয় জানিনা।
    তবে ব্লগ তাকেই আমি বলি … আমাদের নিত্য দিনের সাধারণ কথার সাধারণ ডায়েরি।

    ভালো থাকুন। ভালো রাখুন আপনার আশেপাশের মানুষদের মি. রাসেল মিরাজ। :)

  2. মাঝে মাঝে এমন সময় যায়। নিজের জন্য সময় বের করুন, যা করতে ভাল লাগে, যা করলে প্রফুল্ল হয় মন তাই করুন।
    ভাল থাকুন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।