প্রাণ নিয়ে পালাই

প্রাণ নিয়ে পালাই
পালাতে প্রাণ লাগে, বাঁচতেও
দৃষ্টির সম্মুখে অনিরুদ্ধ উদ্যান, ঝাঁঝালো সূর্যালয়
বাতাসে গুপ্ত আততায়ী ঘূর্ণির ফুঁৎকারে বিমূর্ত মেঘালয়
তাড়ায় অনির্ণীত পথে,
তাড়াতেই থাকে; শনির রাহু স্রোত
পালিয়ে বেড়াই…
পেছনে ফেলে আসি প্রান্তিক আশ্রয়, রুটির দোকান
বুড়ো বটগাছ…পদছায়া
পালানো হয়ে উঠে অনিবার্য!পথের কল্লোলে হারানো দিনের গান
প্রাণের আকুতি, প্রগাঢ় চুম্বনে
বিড়ির সুখ টানের মতো আক্ষেপ জেগে থাকে-
থাকে অমীমাংসিত হিসেব, লাভ লোকসান…
পালানোর জন্য সব দিয়ে সর্বস্বান্ত হই
শূন্যে-বিশূন্যে
মৃগাক্ষীর পরাস্ত ধ্যানে, জ্বলন্ত আগুনে, নিশান্ত ক্ষরণে
সব ভুলে পালাই প্রাণ নিয়ে, কিন্তু লুকোতে পারিনা
লুকোতে আড়াল লাগে-
আঁচলের আড়াল, বগলের আগল, আর লাগে প্রাণ!


দা উ দু ল ই স লা ম
৩/৮/১৭

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “প্রাণ নিয়ে পালাই

  1. প্রচ্ছদের ব্যবহার লিখাটিকে বেশ খানিকটা এগিয়ে দিয়েছে। এমনিতেই শক্তপোক্ত লিখা আপনার; তার সাথে যোগ হয়েছে মননশীলতা … যে কোন পাঠকের জন্য এটা বোনাস।
    অভিনন্দন এবং বিনম্র সালাম জানবেন স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।