কবন্ধ

মেনে এবং মানিয়ে নেওয়া
আমাদের আয়ত্ত অভ্যাস।
উড়ে যাক্- পুড়ে যাক্–
সিন্থেটিক ম্যাট্রেসে পুরন্ত যৌবন যাক ঝুলে —
মাথাব্যথা করিনা কখনো।

সুবুদ্ধি সুশীল জনের
মাথা- ঘাড়ে স্পন্ডিলোসিস্,
মাথাদের কলোনীতে
মাথা-কাটা মহামারী -যোগ —

মেনে নাও মেহের আলি,
ঝুট্ কিছু নয়, — কিছু নেই —

শুধু, তফাতে গিয়েছে চলে
দল বেঁধে ঝাঁকে ঝাঁকে
উঁচু – রাখা মাথাদের দল।

10 thoughts on “কবন্ধ

  1. সুবুদ্ধি সুশীল জনের
    মাথা- ঘাড়ে স্পন্ডিলোসিস্,
    মাথাদের কলোনীতে
    মাথা-কাটা মহামারী -যোগ —

     

    * অনেক সুন্দর প্রকাশ…

মন্তব্য প্রধান বন্ধ আছে।