–প্রেম ঐর্শ্বয্য
প্রেম ঐর্শ্বয্য, জীবন, মৃত্যু, বাঁধিতে বাঁধন
খোলস খুলে পড়ে,
নোনাধরা পলেস্তারে গাঁথা দেয়ালের মতো
দেয়াল যেন সময় আকর; জীবন বোধে বাঁধে ঘর!
সেই ঘরটায় হাসি আহল্লাদে ভরপুর
আশা জাগানিয়া স্বপ্ন খোলা আকাশ সম
সদর দরজা খোলা, বায়ুভষণ তারিয়ে বেড়ায়!
পদ্মলোচন পেরুলো যেই আশা চেতনায়,
মন জড়ালো কল্পতরুর বিভ্রুম নন্দন নেশা
পেয়ে যায় প্রেম ঐর্শ্বয্য;
তারে বাঁধিতে জীবন, ক্ষয়ে যায় যাপিত কাল
এবার প্রেম ঐর্শ্বয্য পুড়ে বিরহে!
নন্দন দেহ তাপে নামে প্রদাহ অসয্য যাতনা
করিতে প্রেমের শুদ্ধ, শুভ্র, অর্মত্য রচনা;
শুধু প্রত্যয় জেগে রয় প্রহর গুনে গুনে,
সময় কার্নিশে ঝুলে রয়।
১৪২৫/ শ্রাবণ/ বর্ষাকাল।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধু।
শারদ ভালোবাসা বন্ধু, জীবন বাঁচুক সুখ রসে,,,
আপনার কবিতা আমার সব সময় ভাল লাগে কবি দা।
ধন্য হলাম হে কবিবর!
কবি কবিকে চিনবে, যদি কবি তা চায়, আর না চিনলে তার কবিতা হয় যে পর; আপেক্ষিক!!!! বেশী বলাম ক্ষমা করেন কবি,,,,,,,শারদ ভালোবাসা।