আকাশ বলে তো সত্যি কিছু নেই,
তবু তাকে অনন্তের শিরোপা চড়াবে যদি তুমি,
একবুক ফাঁকা ফুঁয়ে
চুমকি মাখা নক্ষত্রের বাজার বসাতে যদি চাও,
যদি শুন্যতা ছাড়াতে চেয়ে
মহাশূন্যে সিঁদকাঠি নাড়াবার ঝুঁকি নাও,
তবে তোমার হাতেগড়া বিপন্নতা ঘিরে
বিকল আমার আর কি’বা করার বাকি থাকে-
ভাঙচুর পৃথিবীর সর্বদা- সর্বথা
ঝাড়বাতি – ইমারত
ঝড়ে জলে জঞ্জালেতে ওড়ে।
কবিতায় ভাব বোধনের চমৎকার অবয়ব। অভিনন্দন প্রিয় কবি। শুভেচ্ছা জানবেন।
অসাধারণ অনুভূতির শব্দছোঁয়া