দাস- ইতিহাস

ওই যারা ঘাড় উঁচু সূর্যটা দেখতে গিয়ে
বেমালুম চুর্ করে মালাইচাকিটা,
নাম কাটা যায় তার দৌড়সারিতে
আর পাঁচটা গড়-পড়তা কাঁধে কাঁধ দিতে।

রাজপথের আদত নির্মিতিই যেন
বহমান প্রাণমিছিল উগলে দিতে,
এবং এ সংসার যার সঙ্গে বাধ্যতার কালই কাটায়

সে-ই বা কীভাবে পেরে ওঠে
ঝিম্ মেরে সেঁটে যেতে
চলন্ত রাস্তা- বিপরীতে।

আজ নয় ন্যালাক্ষ্যাপা জামবাটি হাতে।
কিন্তু এতোদিনে কতো কতো ঋণই জমেছে
হাওয়া-মাটি-কাঁটা-এর-তার কাছে
আর তিনি গাছ….
তিনি যদি সত্যি বৈরাগী,
তার চ্যালা তবে নির্মোহ ঘাস।

দান-সাগর ভক্তির তিরতিরে হিমেল আভাস
পরাস্ত সৈনিকের ভ্রুতে ঝ’রে ঝ’রে
নির্বিঘ্নে ফের দেয় চালু করে
হাঁটুমোড়া কুর্ণিশের দাস-ইতিহাস।

2 thoughts on “দাস- ইতিহাস

  1. খুব সুন্দর এক অনুভব 

    কবি দিদি

    ভাল থাকবেন———-

  2. এতোদিনে কতো কতো ঋণই জমেছে
    হাওয়া-মাটি-কাঁটা-এর-তার কাছে
    আর তিনি গাছ….
    তিনি যদি সত্যি বৈরাগী,
    তার চ্যালা তবে নির্মোহ ঘাস।
    ___ অসাধারণ লিখেছেন প্রিয় কবি বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।