তুই চোখের আড়াল, নয় ঠোঁটের আড়াল

3111

তুই চোখের আড়াল হতে পারিস, ঠোঁটের আড়াল নয়,
তোর সাথেই রোজ সকালে বাড়াই প্রণয়,
তুই দূরে কিংবা থাকিস কাছে, তোকে পেলেই যে তৃপ্তি,
এক চুমুকে তোকে গিলি, দেহে ফুরফুরে আলোর দীপ্তি।

তুই হাত ছুঁয়ে থাকিস, থাকিস জিভ ছুঁয়ে,
তোকে টেনে নেই ঠোঁটে মায়াবি এক ফুঁয়ে,
তোকে মনেr ফ্রেমে করেছি বাঁধাই,
তাই তোকে নিয়ে অপূর্ব আসর সাজাই।

তুই আছিস আমার ক্লান্ত বেলায়,
তুই আছিস সদা আড্ডার মেলায়,
তোর ধোঁয়ায় ওড়ে মিহি ঘ্রাণ
তোকেই টানি কাছে যখন বিতৃষ্ণায় প্রাণ করে আনচান।

তুই আমার সারাবেলা এক চিমটি শান্তি
তোকে আঙ্গুল পেঁচিয়ে ধরলেই মুছে যায় ক্লান্তি,
তুই যেন বসন্ত হাওয়া, নাম দিয়ে দিয়েছি সুপেয় জল
তোকে পেতে কাছে সকাল সন্ধ্যা থাকি কপিঞ্জল।

তুই এলেই হাতের মুঠোয় উষ্ণতা নেই ছুঁয়ে
তুই যেন দেহ জমিনে প্রশান্তিই রাখিস রুয়ে,
তুই আমার মন খারাপের সাথী,
তুই যেন আমার চন্দ্রিমা রাতি।

শুষে নেই তোর দেহ আলগোছে, ঠোঁটে
তোকে চুমুকে টানলেই দেহ মনে উচ্ছলতার ফুল ফুটে,
তোর নাম চা, তুই মাথা ব্যথার বড়ি,
তোকে পেতে তো হয় না ব্যয় অথৈ কড়ি।

(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)

2 thoughts on “তুই চোখের আড়াল, নয় ঠোঁটের আড়াল

  1. তোকে চুমুকে টানলেই দেহ মনে উচ্ছলতার ফুল ফুটে,
    তোর নাম চা, তুই মাথা ব্যথার বড়ি,
    তোকে পেতে তো হয় না ব্যয় অথৈ কড়ি।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. কি সুন্দর চোখ আর ঠোট

    জানালায় ছুঁয়ে যায় রোদ—

    কবি ছবি আপু

    ভাল থাকবেন—-

মন্তব্য প্রধান বন্ধ আছে।