আমি নক্ষত্রের মতো চেয়ে থাকি
দূরের মায়াবী ক্যানভাসে
নীল আকাশ, নীল জল ছুঁয়ে
যখন অন্ধকার নামে।
নীলাকাশ সিমাহীন
নীলজল অন্তহীন সমুদ্রে
সু উচ্চ পাহাড়ের বৌন উৎসব
নদীজল প্রমত্তা ছুটে যায়।
জলতরঙ্গ, নীলাকাশ সঙ্গম
অনিকেত সবুজ ছুঁয়ে
মহাকালের উৎসব।
জন্ম-জন্মান্তরের সূর্যাস্তে
নতুনের আগমনী বার্তা
দূরের পথে সংলাপ আর
মুখোরিত জীবনের গান।
জলতরঙ্গ, নীলাকাশ সঙ্গম
অনিকেত সবুজ ছুঁয়ে
মহাকালের উৎসব।
অনেকদিন পর আপনার কবিতা পড়লাম প্রিয় কবি।