মেঘ সাম্পান

hqdefaultaagttt

হিম হিম রাত আর রাতচরা পাখি,
নিরিবিলি খুঁজে নিক চারকোন এঁকে
আকাশের কুচি কুচি তারা গোনা যাক।
এক ফালি তুলে নেবো মেঘ ভাঙা চাঁদ।
পথ জুড়ে পাতা জালে মরণ ফাঁদ।

আনমনা সেই জন মনে শুধু থাক
আলো চোখে এক টানে তার ছবি এঁকে
বাদ বাকি আর কিছু সব ফিরে যাক।
মিটমিটে আঁধারের টিমটিমে ভালো
মন পেতে তুলে নিই সকালের আলো।

একাবোকা সেই জন কোল কাছে পাক
সুর তুলে বাতাসের আনাগোনা বাড়ে
আধো সুরে ভেসে আসে মন ফেরা ডাক।
অংবং-এ মেঘেদের টমটম গাড়ি
গুটি গুটি হাঁটি দিক শব্দেরা বাড়ি।।

ফুলেদের যত রেনু আঁজলায় ভরে
ঘুরেবেড়াই মেঘেদের রামধনু চড়ে।
শুনে চলি রিমঝিম কুয়াশার গান,
বয়ে যায় তিরতির মেঘ সাম্পান।।

28 thoughts on “মেঘ সাম্পান

  1. বরাবরই আপনার লিখার ভক্ত আমি। এবং সত্য হচ্ছে আপনি ভালো লিখেন।
    এই লিখাটিও তার ব্যত্যয় নয়। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে বন্ধু। :)

  2. আনমনা সেই জন মনে শুধু থাক
    আলো চোখে এক টানে তার ছবি এঁকে
    বাদ বাকি আর কিছু সব ফিরে যাক।
    মিটমিটে আঁধারের টিমটিমে ভালো
    মন পেতে তুলে নিই সকালের আলো।- অনেক ভালো লাগলো।

  3. কী সুন্দর করেই না লিখেন আপনি কবি রিয়া রিয়া। অবাক হয়ে পড়ি। :)

  4. ছন্দ মিলিয়ে লেখা কবিতাটা ভালোই লাগলো পড়তে।

    শুভ কামনা রইল আপনার জন্য।

  5. ভালো লাগার মতো নির্মেদ কবিতা। শুভেচ্ছা আপা।

  6. প্রেম এবং কবিতা দুইটাই কম বুঝি devil। যেহেতু কিছুই বুঝিনি, তারমানে অনেক উচ্চমার্গের অনেক ভালো কিছুই। cheeky

    রিয়া দেবীর জয়হোক kiss

  7. অসাধারণ কাব্যিকতায় মুগ্ধ হলাম
    সুন্দর উপস্থাপনা বিষয়বস্তু সুন্দর ও সাবলীল

    শেষের স্তবকে একটি লাইন যোগ করা দরকার বলে মনে করি।
    প্রিয় কবিবোন সেটা বিচার করবেন। বাকি সুন্দর।

    কবিতাটি নিঃসন্দেহে
    সবার ভালো লাগবে আশা রাখি

    সর্বদাই সাথে থাকবেন
    প্রত্যাশা রাখি জয়গুরু!

    1. মার্জিত সংস্করণে ঠিক করে নেবো। শুভেচ্ছা প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  8. একাবোকা সেই জন কোল কাছে পাক
    সুর তুলে বাতাসের আনাগোনা বাড়ে
    আধো সুরে ভেসে আসে মন ফেরা ডাক।
    অংবং-এ মেঘেদের টমটম গাড়ি
    গুটি গুটি হাঁটি দিক শব্দেরা বাড়ি।।

    সত্যি অসাধারণ লিখা। মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি দিদি

  9. মনমাতানো ছন্দে ছন্দে মনের আনন্দে রিয়া দিদির লেখা কবিতাখানি পড়ে ফেললাম। আহা কি সুন্দর শব্দের খেলা, বাক্যের মেলা। মন চায় পড়েই যাই আমি সারাদিন সারাবেলা।

    কবি দিদিকে শুভেচ্ছা। 

  10. রিয়া'দি,
    কবিতা পড়ে ভালো লাগার সাম্পান ভেসে রইলো কিন্তু আপনার কবিতা লিখা আর  লগ আউটের পরেও …।সহজ শান্ত ছন্দ আর ভাবে গাঁথা কবিতায় অনেক ভালো লাগা ।

    1. ধন্যবাদ প্রিয় কবি দা। আপনার প্রোফাইল ছবি কোথায় গেলো !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  11. আনমনা সেই জন মনে শুধু থাক
    আলো চোখে এক টানে তার ছবি এঁকে
    বাদ বাকি আর কিছু সব ফিরে যাক।
    মিটমিটে আঁধারের টিমটিমে ভালো

    শৈল্পিক অনুভূতি

মন্তব্য প্রধান বন্ধ আছে।