অনেকদিন হয়ে গেল আগের মতো হাসতে পারি না আর। সেই ছোট্টবেলার মতো, যেমনটি এই কয়েক বছর আগেও পারতাম। এখনও মনে আছে। আমি তখন ১২ ক্লাসে পড়ি বোন ১১ ক্লাসে আমরা দুই বোন এক সাথেই বাড়ি ফিরতাম। খাবার টেবিলে রাখা থাকতো আমি ও আমার বোন বাড়ি ফিরে হাত, মুখ ধুয়ে যখন খেতে বসতাম তখন শুরু হত আমাদের যত গল্প আর হাসি। আমি আস্তে, মুখ বুজে মেকি হাসি হাসতে পারতাম না, জোরে জোরে শব্দ করে হাসতাম।
কাকিমা পাশের ঘর থেকে বলতেন পাড়ার মানুষেরা বুঝতে পারছেন আমাদের বাড়ির দুই মেয়ে বাড়ি ফিরে খেতে বসেছে। জানি সেই দিনের সেই সময়ের মুল্য আজ অনেকখানি, কত কিছু আলাদা হয়ে গেছে, কতকিছু ভেঙে গেছে, কতকিছু হারিয়ে গেছে। যখনই তাকাই চারিদিকে দেখি সব কিছু অচেনা, হারিয়ে গেছি মুখোশের ভীড়ে। সব অচেনাদের ভিড়ে। আমার সেই ছোট্ট আমি কে আজ আর কোথাও খুঁজে পাই না। সেই হারিয়ে যাওয়া খুব ভালো হত যদি সত্যিই হারিয়ে যেতে পারতাম। সত্যিই হাওয়ায় মিলিয়ে যেতে পারতাম!
এখন আর তাকাই না ফিরে, দেখি না কিচ্ছুটি। কোনো দিকেই তাকাই না। ভাল লাগে না। অথচ কি ভিড় চারিদিকে। দম বন্ধ হয়ে আসে। বুকের নিচের সেই চোরাবালিটা আজও বালি ভাঙে। একটা বালি খোঁড়ার যন্ত্র থাকলে ভালো হতো। একটা কবর খুঁড়ে বালিতে, সেই কবরে শুয়ে থাকতাম চিরকালের মতো। আর সমুদ্র ঢেউ মুছে দিয়ে যেতো আমার কবরের শেষ চিহ্ন টুকুও। যাতে কেও কোনোদিন আমাকে খুঁজে না পায়।
একদিন ঠিক আগুনের সাথে আমি মিলে যাব। এই বেঁচে থাকা বড়ই অদ্ভুত। শুনেছি আঘাতে যন্ত্রনায় মানুষ পাগল হয়ে যায় তবে কি একদিন পাগল হয়ে যাবো ? তারচেয়ে বরং আমি কোন এক গ্রামের মাটিতে পুঁতে দেবো আমার প্রিয় ফুলের চারা। যেদিন ফুলে ফুলে ভরে যাবে আমার সেই গাছে, সেদিন আমি ঘুমবো এক শান্তির ঘুম, যে ঘুম ভেঙ্গে আমি আর উঠবো না কোনো দিন। ফিরবো না আর কারো ডাকেই …
একদিন ঠিক আগুনের সাথে আমি মিলে যাব। এই বেঁচে থাকা বড়ই অদ্ভুত। শুনেছি আঘাতে যন্ত্রনায় মানুষ পাগল হয়ে যায় তবে কি একদিন পাগল হয়ে যাবো ? তারচেয়ে বরং আমি কোন এক গ্রামের মাটিতে পুঁতে দেবো আমার প্রিয় ফুলের চারা। যেদিন ফুলে ফুলে ভরে যাবে আমার সেই গাছে, সেদিন আমি ঘুমবো এক শান্তির ঘুম, যে ঘুম ভেঙ্গে আমি আর উঠবো না কোনো দিন। ফিরবো না আর কারো ডাকেই …
শুভেচ্ছা প্রিয় গল্প দা। ধন্যবাদ।
তারচেয়ে বরং আমি কোন এক গ্রামের মাটিতে পুঁতে দেবো আমার প্রিয় ফুলের চারা। যেদিন ফুলে ফুলে ভরে যাবে আমার সেই গাছে, সেদিন আমি ঘুমবো এক শান্তির ঘুম, যে ঘুম ভেঙ্গে আমি আর উঠবো না কোনো দিন। ফিরবো না আর কারো ডাকেই …
ধন্যবাদ কবি মোঃ সাহারাজ হোসেন।
অদ্ভুত জীবন।
শুভ কামনা রইলো।
আপনাকেও শুভকামনা কবি মোঃ সাহারাজ হোসেন।
Darun, darun
ধন্যবাদ বেরা দা।
একদিন আমি ঘুমে যাবো দারুন ঘুম
সে তো সকলেরই অন্তিম গন্তব্য।
তবু ভালো থেকো ।
ধন্যবাদ প্রিয় কবি দি।
নস্টালজিয়া বলা সমিচীন হবে কিনা বুঝতে পারছি না, তবে …
যাপিত জীবনের এমন ছোট বড় স্মৃতি নিত্যই আমাদের তাড়া করে ফেরে।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবিবন্ধু রিয়া। দীর্ঘায়ু হোন।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু।
অসাধারণ প্রকাশ কবি রিয়া রিয়া।
ধন্যবাদ কবি সুমন আহমেদ।
অসাধারণ শুধু নয় বিশেষ একটি লিখা কবি রিয়া রিয়া।
ধন্যবাদ প্রিয় কবি দি শাকিলা তুবা।
অসাধারণ লেখা পড়লাম রিয়া দি।
ধন্যবাদ কবি সাজিয়া আফরিন দিদি ভাই।
আমি বাঁচতে বাঁচতে মরতে চাই, মরতে মরতে বাঁচতে চাইনা।
আপনার জন্য শুভকামনা আলমগীর কবির দা।
"Diner sheshe, gumer deshe…."
ধন্যবাদ প্রিয় কবি দা। শুভ সকাল।
‘অনেকদিন হয়ে গেল আগের মতো হাসতে পারি না আর। সেই ছোট্টবেলার মতো, যেমনটি এই কয়েক বছর আগেও পারতাম।’ কথাগুলো বেশ ভাল লাগল। ছবিটা অসাধরণ নির্বাচন করেছেন।
ধন্যবাদ হৃদয় রহমান দা।