বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে
যখন ফিরে আসি
চুরি করা এক বুক গন্ধ নিয়ে
এক মাথা মাতাল চিন্তা
চিন্তায় ন্যারোগেজ রেললাইনে
হাঁটি হাঁটি পা পা…
অজান্তে কখন,সেই বন্ধ দরজায়
পা দুটো থমকে দাঁড়ায়,
কড়া নাড়তে হাত কাঁপে
বুকের ভেতর দমাস দমাস-
মনে হয় দরজা খুললেই সর্বনাশ
মনে হয়,বেশ তো ছিলাম
না ডেকেই
ফিরে যাই।
_______________________________
(আমার ‘তিতলিঝোরা’ কাব্যগ্রন্থের একটা কবিতা)
‘তিতলিঝোরা’ কাব্যগ্রন্থের একটা কবিতা পড়ার সুযোগ হলো কবি সৌমিত্র চক্রবর্তী। সুন্দর।
খুশি হলাম কবি সুমন আহমেদ। ভালোবাসা।
লিখাটি শেয়ার হওয়ায় আমার কাছে ভালো লাগছে। তিতলিঝোরা আমার কাছে রয়েছে।
অফুরান ভালোবাসা নিও প্রিয় ভাই।
অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী।
শুভকামনা কবি বোন শাকিলা তুবা। ভালোবাসা।
সুন্দর কবিতা।
ধন্যবাদ কবিবোন সাজিয়া আফরিন। ভালোবাসা।
সৌমিত্র চক্রবর্তী ভাই আপনাকে অভিনন্দন। কবিতা এবং ছবি দুটোই অসাধারণ হয়েছে।
ভালোবাসা ভালোবাসা প্রিয় হৃদয় ভাই।