প্রকৃতিতে ফাগুনের জোয়ার এলেই,
আমার বেঁধে রাখা,লুকিয়ে রাখা প্রেম,
সমস্ত শিকল ছিঁড়ে বেড়িয়ে আসতে চায়।
চুমুতে চুমুতে ভরিয়ে দিতে চায় যত মন।
আর তখনই আমার সর্বক্ষণ কল্পনায় শান্ত থাকা
অনু পরমাণু গুলো খোলস ছেড়ে বেড়িয়ে আসে।
দারুন বিদ্রোহে ঝড় তোলে, তছনছ করে দেয় সব।
আমার চোখে তখন পলাশের সমারোহ,
শরীরের উজান বেয়ে নামে লাভার স্রোত,
তুমুল বৃষ্টি আমাকে ভাসিয়ে নিয়ে যায়।
জেগে উঠি বৃষ্টি স্নাত হয়ে, বুকে তখন
ছলাৎ ছলাৎ, উথাল পাথাল ঢেউ।
তুফান তখন নিশ্বাস প্রশ্বাসে,শিরায় শিরায়।
গিরি গুহা উপচে পড়ছে ম্যাগমা প্রপাতে।
ধীর লয়ে বেজে চলেছে মোৎজার্ট, সোনাটা।
চারিদিকে থৈ থৈ ভিজে ভিজে পরাগ রেণু।
তারপর পৃথিবী ক্লান্ত হলে, রণক্লান্ত সময়ে,
ভেঙে যায় বুকের ভেতর জমিয়ে রাখা,
অভিমানের যত বাঁধ, ভেসে যায় ফাগুন।
‘পৃথিবী ক্লান্ত হলে, রণক্লান্ত সময়ে, ভেঙে যায় বুকের ভেতর জমিয়ে রাখা,
অভিমানের যত বাঁধ, ভেসে যায় ফাগুন।’ আমি এবং আমার মহাপৃথিবী। ফ্যানটাসটিক।
শুভ সকাল প্রিয় কবিবন্ধু রিয়া। শুভেচ্ছা জানবেন।
অনেক ধন্যবাদ বন্ধু.. খুব ভালো থাকুন
বাহ্ অনেক ভালো লাগল
শুভেচ্ছা অফুরান
আমার চোখে তখন পলাশের সমারোহ,

শরীরের উজান বেয়ে নামে লাভার স্রোত,
তুমুল বৃষ্টি আমাকে ভাসিয়ে নিয়ে যায়।
শুভকামনা প্রিয় গল্প দা।
আমার চোখে তখন পলাশের সমারোহ,



শরীরের উজান বেয়ে নামে লাভার স্রোত,
তুমুল বৃষ্টি আমাকে ভাসিয়ে নিয়ে যায়।
জেগে উঠি বৃষ্টি স্নাত হয়ে, বুকে তখন
ছলাৎ ছলাৎ, উথাল পাথাল ঢেউ।
অসাধারণ লিখেছেন।
বিনয়াবনত সালাম- অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই ।
শুভ কামনা রইল —
অনেক ভালবাসা ও শুভেচ্ছা আপনাকেও কবি দা।
সুন্দর কবিতা কবি রিয়া রিয়া।
ধন্যবাদ কবি সুমন আহমেদ দা।
ভালো একটি কবিতা পড়লাম।
ধন্যবাদ প্রিয় কবি দি।
শুভকামনা কবি রিয়া রিয়া আপু।
ধন্যবাদ কবি সাজিয়া আফরিন দিদি।
শুভেচ্ছা কবি।
ধন্যবাদ আবু সাঈদ আহমেদ দা।
বাহ খুব সুন্দর।
ধন্যবাদ কবি সাইদুর রহমান দা।