সাজিস না কেন রে তুই?
রঙিন সাজে;
বাগান দেখিস না? ফুলের সাজে,
পুরোটা বাগান কেমন হেসে হেসে ওঠে সেজে!
আমার জন্য, তুই সাজবি কবে?
আকাশ দেখেছিস কখনো? বৃষ্টির সাজে,
মেঘগুলো দেখেছিস কেমন সাদাকালো হয় সেজে!
আমার জন্য, তুই সাজবি কবে?
সন্ধ্যা দেখেছিস কখনো? লালের সাজে;
আকাশ কত রঙেই না সাজে, সন্ধ্যাকে লাল করে;
আমার জন্য, তুই সাজবি কবে?
রাত্রি দেখেছিস কখনো? জ্যোৎস্নার সাজে;
কালো রাত্রিগুলোও হাসে, জ্যোৎস্না যখন সাজে;
আমার জন্য, তুই সাজবি কবে?
বাগান সাজুক, ফুলের জন্য
সকাল সাজুক, ভোরের জন্য
সন্ধ্যা সাজুক, রাত্রির জন্য
রাত্রি সাজুক, জ্যোৎস্নার জন্য
আকাশ সাজুক, মেঘের জন্য
বৃষ্টি সাজুক, রংধনুর জন্য;
তুই না হয় একবার সাজ
আমার জন্য,
রঙিন শাড়িতে তোকে মুড়িয়ে
রেশমি চুড়িতে হাত ছড়িয়ে
কালো কাজলে দুচোখ এঁকে
চুড়ির রঙে, রঙ মেলানো টিপে
ঠোঁটটা রাঙিয়ে টকটকে লাল লিপস্টিকে,
শুধু একবার,
আমার জন্য;
তোকে একবার বড্ড দেখতে ইচ্ছে করে
রংধনু সাজে।
💕💕💕
দারুণ প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন ভাইজান। দেখা হোক প্রত্যাশা রাখি।
ইনশাআল্লাহ্
দেখা হোক
আকাশ দেখেছিস কখনো? বৃষ্টির সাজে,
মেঘগুলো দেখেছিস কেমন সাদাকালো হয় সেজে! খুব সুন্দর প্রকাশ কবি খেয়ালী ভাই।
ধন্যবাদ ভাই সুমন
অসম্ভব সুন্দর আন্তরিক কবিতা কবি যাযাবর ভাই।
ধন্যবাদ সৌমিত্র দা
দারুণ লিখেছেন কবি জীবন বাবু।
ধন্যবাদ রিয়া
খুব সুন্দর।
অনেক ধন্যবাদ সাজিয়া
শুভেচ্ছা কবি।
ধন্যবাদ গুরুজী