ইচ্ছা মৃত্যু

ইচ্ছে ছিলো খুব সকালের সোনা ঝরা রোদ হব,
ইচ্ছে ছিলো বৃষ্টি শেষের একলা দুপুরে
হেঁটে যাব জল থৈথৈ পথ ধরে বহুদূর।
কখনো বিশ্রাম নেবো অচেনা কোন গ্রামের,
শাল, মহুয়া ঘেরা কোন মাটির দাওয়ায়।

ইচ্ছে ছিলো সুখের সুরে সুর মিলিয়ে
নতুন রং এ রাঙিয়ে নেবো নিজেকে।
এখন যাবতীয় ইচ্ছে গুলোকে
বাক্স বন্দী করে রেখেছি –আর,
সুখকে ন্যাপথলিনে মুড়ে গুছিয়ে রেখেছি,
পুরনো আলমারির কোন এক দেরাজে।

18 thoughts on “ইচ্ছা মৃত্যু

  1. তাই বল কবি,,,,,,,,আমি অন্যরকম ভেবে ছিলাম,
    এখন দেখি অভিমানhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. কবিরা তো অভিমানী হবেই .. :)শুভেচ্ছা জানবেন

  2. ইচ্ছে সমগ্রকে একত্র করে রাখাই শ্রেয়।
    সুসময়ে একে বাছাই না করে একেবারে দাহ করে দিলেই প্রশান্তি।

    অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। শুভেচ্ছা অগণন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. ইচ্ছা তো সবগুলোই নিলেন কবি দিদি

    অনেক শুভেচ্ছা নিবেন————–

    1. শুভেচ্ছা আপনাকেও প্রিয় কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. আমি রাস্তার একটা পাগলী কে দেখেছিলাম কয়েকবার, ছোট একটা শহরে। একটা ভ্যানিটিব্যাগ কাঁধে ঝুলিয়ে, সম্ভব সুন্দর ভাবে সালোয়ার কামিজ পড়ে, যতটা সম্ভব সেজেগুজে রাস্তায় ঘুরে বেড়াতো। খুব ছোট মেয়েরা যেমন লিপস্টিক দেয়, শাড়ি পড়তে চায়, বড়দের মত আচরণের অভিনয় করে। সেই প্রবৃত্তিই হয়তো তাকে এভাবে তাড়িত করতো। খুব ছোটবেলায় সে যখন দেখতো মেয়েরা কত সুন্দরভাবে সেজেগুজে কলেজ, ভার্সিটি বা অফিস যায় তখন তারো হয়তো ইচ্ছা হতো তেমনি সেজেগুজে রাস্তা দিয়ে হাঁটার, এই সমাজে সেই লভনীয় অভিজাত ভাবে নিজেকে উপস্থাপন করার। বাস্তব্তা যখন যেই দুর্নিবার ইচ্ছাকে ছাড়খার করে দিলো, তখনো সে অভিনয় বা কল্পনায় ইচ্ছাপূরণ করার চেষ্টা করে গেছে হয় তো। ইচ্ছা বা স্বপ্ন ছাড়া মানুষ বাঁচেনা, বা যেভাবে বাঁচে তাকে বাঁচা বলেনা। তখন অনেকে ইচ্ছামৃত্যু বেছে নেয়, অনেকে অনুভূতিহীন উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, কেউ কেউ আমার মত ঐশ্বরিক সাহায্যের জন্য প্রার্থনা করতে থাকে। মার্টিল লুথার কিং এর "আই হ্যাড এ ড্রিম"ই শুধু নয়। পৃথিবী সব মানুষই একেকজন মার্টিন লুথার কিং।

     

    এই বিষয়টা নিয়ে আমিও ভাবছি বহুদিন হলো,  লিখবোও একদিন।

     

    মানুষের চিরন্তন প্রবৃত্তি নিয়ে লিখেছেন দিদি। সকলেরই অত্মার গভীরে নাড়া দিবে।

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif kisshttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. পড়ে এলাম দাদা। ধন্যবাদ আপনাকে। এভাবেই পাশে থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. অনবদ্য লেখা,,অনেক ভালো লাগলো,,, শুভেচ্ছা জানবেন প্রিয় দিদি    

    1. ধন্যবাদ প্রিয় কবি দা। শুভেচ্ছা রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. কবিতার আবেশে মুগ্ধ হলাম কবি রিয়া রিয়া। সুন্দর কনসেপ্ট। :)

    1. মন্তব্যে অনুপ্রাণিত হলাম কবি সুমন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  7. পাঁচ তারা রেটিং যোগ করে গেলাম কবি। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।