মৃত্যু

একদিন হঠাৎই চলে যাব দেখো
এরকমই হাসি ছুঁড়ে দিয়ে
সব অবহেলা আলগোছে ফেলে,
একদিন বলে যাব ভালো থেকো
নিরালম্ব এক সংক্রান্তি সময়ে।
দেখো ঠিক একদিন…

বহুবার মরেছি! মৃত্যু এখন
নেশা হয়ে গেছে !
নীল রঙের পাত্র যদি তুলে দাও…
প্রশ্ন করবো না,
শোধ করে যাবো জন্মের যত পাপ,
বেঁচে থাকাটাই যে অবিশ্বাস্য ভয়।
তারপর নিশ্ছিদ্র অতীত
ধুলোয় ঢেকে নেবে,
সন্ত মহাকাল…

16 thoughts on “মৃত্যু

  1. লিখা সুন্দর প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। মনোকষ্টের অপমৃত্যু কখনই চাই না। :)

    1. হাহাহাহাহা .. এতো সহজে মরছিনা বন্ধু .. :) শুভেচ্ছা নেবেন

  2. সুন্দর কাব্যপাঠে মুগ্ধ হলাম প্রিয়কবি বোন।
    শারদীয়া শুভেচ্ছা রইল।
    জয়গুরু!

  3. লাস্ট প্যারার প্রতিটালাইনই তাৎপর্যময় । 

    'মৃত্যু এখন নেশা হয়ে গেছে '- 

    আমিও চাই  এই নেশা আমার  হোক কবি । 

    শুভকামনা তোমার জন্য । 

  4. বহুবার মরেছি! মৃত্যু এখন
    নেশা হয়ে গেছে !
    নীল রঙের পাত্র যদি তুলে দাও…
    প্রশ্ন করবো না,
    শোধ করে যাবো জন্মের যত পাপ,

     

    শুভেচ্ছা নেবেন প্রিয় কবি। 

  5. একদিন বলে যাব ভালো থেকো
    নিরালম্ব এক সংক্রান্তি সময়ে।
    দেখো ঠিক একদিন…

     

    * বরাবরের মতই অসাধারণ।

    শুভরাত্রি সুপ্রিয়>>>https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।