একদিন হঠাৎই চলে যাব দেখো
এরকমই হাসি ছুঁড়ে দিয়ে
সব অবহেলা আলগোছে ফেলে,
একদিন বলে যাব ভালো থেকো
নিরালম্ব এক সংক্রান্তি সময়ে।
দেখো ঠিক একদিন…
বহুবার মরেছি! মৃত্যু এখন
নেশা হয়ে গেছে !
নীল রঙের পাত্র যদি তুলে দাও…
প্রশ্ন করবো না,
শোধ করে যাবো জন্মের যত পাপ,
বেঁচে থাকাটাই যে অবিশ্বাস্য ভয়।
তারপর নিশ্ছিদ্র অতীত
ধুলোয় ঢেকে নেবে,
সন্ত মহাকাল…
লিখা সুন্দর প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। মনোকষ্টের অপমৃত্যু কখনই চাই না।
হাহাহাহাহা .. এতো সহজে মরছিনা বন্ধু ..
শুভেচ্ছা নেবেন
শুভেচ্ছা
সুন্দর কাব্যপাঠে মুগ্ধ হলাম প্রিয়কবি বোন।
শারদীয়া শুভেচ্ছা রইল।
জয়গুরু!
আপনার মন্তব্যে খুশি হলাম প্রিয় কবি দা।
বেঁচে থাকুন আমাদের মধ্যে কবি রিয়া রিয়া চক্রবর্তী।
ধন্যবাদ কবি সুমন দা।
অমৃত চাই নীল পেয়ালা নয় দিদি
শুভকামনা নিরবধি
ধন্যবাদ প্রিয় কবি দিদি ভাই।
লাস্ট প্যারার প্রতিটালাইনই তাৎপর্যময় ।
'মৃত্যু এখন নেশা হয়ে গেছে '-
আমিও চাই এই নেশা আমার হোক কবি ।
শুভকামনা তোমার জন্য ।
শুভকামনা।
বহুবার মরেছি! মৃত্যু এখন
নেশা হয়ে গেছে !
নীল রঙের পাত্র যদি তুলে দাও…
প্রশ্ন করবো না,
শোধ করে যাবো জন্মের যত পাপ,
শুভেচ্ছা নেবেন প্রিয় কবি।
ধন্যবাদ আনু আনোয়ার দা।
একদিন বলে যাব ভালো থেকো
নিরালম্ব এক সংক্রান্তি সময়ে।
দেখো ঠিক একদিন…
* বরাবরের মতই অসাধারণ।
শুভরাত্রি সুপ্রিয়>>>
শুভেচ্ছা প্রিয় কবি দা। অনেকদিন পর।