বিদ্ধ বজ্রপাতের দিনগুলো ৪

বিদ্ধ বজ্রপাতের দিনগুলো

কারেন্ট চলে গেল কি এই আবদ্ধ জলভূমে! এখন ছাদের ওপরে নিশ্চিন্তে ঘুমোয় বাতিল জ্যারিকেন। ছাদের বিমগুলোর নীচে যত্নে রাখা সমস্ত গাড়ি ও সরীসৃপ কঙ্কাল হচ্ছে একে একে। লোডশেডিংয়ের অন্ধ কালোর দড়ি পেঁচিয়ে চলেছে না-দিনের স্মৃতি। আচ্ছা শান্তি কাকে বলে? অশান্তি কিম্বা শান্তি এক সুতোর তফাতে নাচানাচি করে হাত ধরাধরি করে। ভেতরের কিচেনে অনাত্মীয় মাংসের দুর্গন্ধ হাওয়ায় ভাসতে ভাসতে ভাইরাল হয়ে গেলে মাথার তিন তালগাছ অন্দরে অমানুষিক যন্ত্রণা বন্ধ বাক্সের মধ্যে থেকে বেরিয়ে আসে। যন্ত্রণারা কথার কারিকুরিতে কখন যেন আলাদিনের দৈত্য হয়ে যায়। কোথাও কোনো অদ্বৈতার জন্ম হলো নীরব নার্সিং হোমের চার সাদা দেওয়ালের মাঝে। প্যারা নর্ম্যাল যুবতীর উদ্ধত বুকে লোমশ হাত রাখলে চোখ বুজে আসে পরম আবেশে। একে একে পর্দা খুলে যায় উলঙ্গনীল প্রান্তর ঠা ঠা করে হাসে।

গতরাতের ককটেল নেশার আবেশে পীরগাছায় আবছায়া নেমেছিল। একটানা মোবাইল কেঁদেছিল, অথচ সেই আধঘুম আধজাগা প্রাচীন জলায় ছড়িয়ে পড়তে পড়তে কান্নার তরঙ্গ উদারা মুদারা তারায় জ্বলতে জ্বলতে দপ করে জ্বলে উঠে ফের নিভে গিয়েছিল। অনেক দূরের মধ্যরাতের সঙ্গম শেষে উঠে বসা গৃহস্থ জন তাই দেখে বিড়বিড় করেছিল, আলেয়া! আসলে পৃথিবীটা কি সত্যিই গোল, নাকি ডিমের আকার, নাকি চৌকোনা পরিত্যক্ত বাসনের মতো সেটা নিয়ে মতভেদের বিলম্বিত সময়ে রাতচরা পাখিছানা কেঁদেছিল। আর কোনও মায়ার তোয়াক্কা না করেই উড়ে গিয়েছিল সাইবেরিয়ান পাখির নির্দয় সম্প্রদায়। দুই আর দুইয়ে চারের অঙ্ক কখনোই মেলেনি আজও।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

18 thoughts on “বিদ্ধ বজ্রপাতের দিনগুলো ৪

  1. জীবনচরিত যে এমনই প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। মানতে হবে মেনে নিতে হবে।

  2. প্রিয় কবি ও লেখক সৌমিত্র চক্রবর্তী কে ধন্যবাদ সমাজের অসঙ্গতির বিরুদ্ধে তাঁর কলম যুদ্ধের জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. সরল ভাবনাকে গদ্যফ্রেমে বন্দি করার কৌশলটা আপনার বেশ রপ্ত করা আছ। খুব ভালো লাগল। বজ্রপাত এমনিতেই আমি খুব ভয় পাই। সেখানে আপনি আরও ভয়ংকর সব দৃশ্য তুলে ধরছেন। লেখা বলে পড়তে পারলাম নয়তো কত আগেই আমি ……।

    1. খুব খুব ভালো থাকুন সাইদুর রহমান১ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. অসাধারণ শব্দ বিন্যাস। অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী।

  5. আপনি একজন সত্যিকারের কলম যোদ্ধা । শুভকামনা সবসময় শ্রদ্ধেয় কবি দাদা।

    1. বিনীত শুভেচ্ছা কবি নিতাই বাবু। শুভ নববর্ষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. জীবনের ছোট ছোট কোলাজ চিত্র এক ফ্রেমে তুলে এনেছেন। চমৎকার উপস্থাপন কবি সৌমিত্র দাদা।শুভ রাত্রি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আমাদের দূর্গাপুর ভারতেও পীরগাছা রয়েছে উদাসী স্বপ্ন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।