প্রিয় রবি দাদু

প্রিয় রবি দাদু,

তুমি কেমন আছো? তোমার লেখা খুব মনে পড়ে। তোমার গান আর কবিতা আমার নিত্য সঙ্গী। তুমি এই সময়ের শ্লোগান বলে দাও আমাদের। তবে, বড্ড পাগল-পাগলীর উৎপাত বেড়েছে এখানে। তোমাকে নিয়ে যা-তা করছে। উন্মাদের পাঠক্রম। দাদু, খুব ভালবাসি তোমায়। তুমি ভালো থেকো। আমরা ভালো নেই একদম। আর, তোমাকে নিয়ে কাটাছেঁড়া চলছে এখনো। তোমার দোষ ছিল কিছু কিনা জানি না, কিন্তু প্রগতিশীল ছিলে তুমি। যাকগে, তুমি কেবলই ছবি হয়ে থেকো না। অসময় চলছে। তুমি পারলে নতুন কিছু লিখো, হুম? কাল, তোমার জন্মদিনে অনেক পাগলামি হবে তোমার গান-কবিতা নিয়ে,তো আর গানের সুর কে বিকৃত করে গাওয়া হবে, তবু তুমি ভালো থেকো। আর, ট্র্যাফিক সিগন্যালে যতই তোমার গান বাজুক, তবু, তুমি সাবধানে রাস্তা পার হবে কিন্তু দাদু।

– ইতি,
তোমার রিয়া।
_________

3 thoughts on “প্রিয় রবি দাদু

  1. প্রথমত : আপনার আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের পোট্রেট অসাধারণ হয়েছে।
    দ্বিতীয়ত : ছোট্ট এই চিঠিতে রবীন্দ্র চেতনার যে অপপ্রয়োগ চলছে … সেটাও অসাধারণ।

    1. অনেক ধন্যবাদ বন্ধু ..ভীষণ ভালো থাকুন

মন্তব্য প্রধান বন্ধ আছে।