স্রোত

স্রোত

আমি মৃত্যুকে বলেছি, অপেক্ষা কর।
বসো, একটু জিরিয়ে নাও, জল খাও,
আচ্ছা স্মার্টফোন আছে তোমার?
তাহলে একটা ফেসবুকে একাউন্ট খোলো।
তোমার বন্ধু তালিকায় আমাকেও রেখো।

ভাঙনের গান শুনেছো কখনো?
আমার চোখের সামনে নদী পাড় ভাঙে,
ভাঙে মুহূর্ত, ভাঙে হৃদয়, ভাঙে বিশ্বাস।
নিষ্ঠুর উল্লাসে বয়ে যায় দুকূল ছাপিয়ে।
বুকে হাত রেখে অনুভব করি স্রোত।

20 thoughts on “স্রোত

  1. আমি মৃত্যুকে বলেছি, অপেক্ষা কর। ___ দারুণ একটি শব্দ। গুড জব বন্ধু রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. রিয়াদি,
    মনের কোথায়,কোন কোণে একটা বিষন্ন সুর বেজে উঠলো যেন কবিতা পড়ে। মৃত্যুতো  শ্যাম সমান ! ফ্রেন্ড লিস্টে না থেকেও অশ্বপৃষ্ঠেই জড়িয়ে আছি তার সাথে !! কবিতা খুব ভালো হয়েছে ।

  3.  

    শেষ স্তবকটা খুব সুন্দর দি'ভাই। 

    কবিতায় শুভেচ্ছা। 

    1. আপনাকেও শুভেচ্ছা কবি জাহিদ অনিক দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. সুন্দর কবিতা প্রিয় কবি রিয়া রিয়া। শুভেচ্ছা। 

  5. মনে হয় এই আধুনিক যুগে যমদূতের কাছেও স্মার্টফোন থাকতে পারে। যদি থাকে তো আমিও আপনারমত করে যমদূতকে বলবো, "তোমার ফ্রন্ড লিস্টে আমাকে রেখো। আলাপ হবে কথাও হবে।

    আমার শ্রদ্ধেয় কবি রিয়া দিদির লেখা কবিতা বলে কথা!

  6. মুগ্ধ হলাম কবিতা পড়ে। শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় 

    কবি দিদি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif   

  7. অসাধারণ এবং সুন্দর কবিতা কবি রিয়া দি। 

  8. সত্যি কবিতায় এই বর্তমান সভ্যতারএক নিদারুণ ছবি ফুটিয়
    তুলেছেন দিদি শুভ কামনা রইলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।