অভিমান
স্বপ্নকে হাত বাড়িয়ে বললাম,
এই তো পেতেছি হাত, দাও বিষ।
স্বপ্ন আঁজল ভরে দিলো তীব্র হেমলক।
রাত্রির নিস্তব্ধতা ভেঙে ছন্দকে বললাম,
আমায় আগমনীর গান শোনাতে পারো?
সে শোনালো বিসর্জনের বাজনা।
সমর্পিত হৃদয়ে ঝরে পড়ে
আকাশ ভাঙা বৃষ্টি, আর
চারপাশে নির্বাসিতের গান।
অভিমানে স্তব্ধ হয় ভালবাসা।।
"সমর্পিত হৃদয়ে ঝরে পড়ে আকাশ ভাঙা বৃষ্টি,
আর চারপাশে নির্বাসিতের গান।" বেদনার হলেও অনবদ্য লিখা প্রিয় কবিবন্ধু রিয়া।
শুভেচ্ছা প্রিয় বন্ধু।
বহুরূপী ভালবাসার এক সুন্দর রূপ চেনালে বন্ধু ।
সুন্দর মন্তব্য দিদি ভাই। অনুপ্রাণিত বোধ করলাম।
সাধারণ কবিতা, পড়ে খুবই ভালো লাগল প্রিয় কবি বন্ধু রিয়া রিয়া।
সাধারণ কবিতাই যে লিখতে চাই সাইদুর রহমান১ দাদা।
সমর্পিত হৃদয়ে ঝরে পড়ে
আকাশ ভাঙা বৃষ্টি, আর
চারপাশে নির্বাসিতের গান।
অভিমানে স্তব্ধ হয় ভালবাসা।। অর্থবহ ভাবনা রিয়া দিদি
অনেক শুভেচ্ছা রইল
শুভেচ্ছা আপনাকেয়ো কবিবাবু।
মুগ্ধতা রেখে গেলাম কবি

ধন্যবাদ কবি।
চারপাশে নির্বাসিতের গান।
অভিমানে স্তব্ধ হয় ভালবাসা
অনেক ভালোলাগা
ভালো থেকো
ধন্যবাদ কবি জীবন বাবু।
"স্বপ্ন আঁজল ভরে দিলো তীব্র হেমলক"
…… বেশ…………………
শুভেচ্ছা রিয়া আপু