বাবার একবিঘা জমি

বাবার একবিঘা জমি

আঁকাবাঁকা আইলপাথারে চিরসবুজ মাঠ
পুকামাকড়, ঝড় বৃষ্টি বাতাসে বেড়ে উঠা-
সোনালী ফসল যেনো-গোলাঘরে মান !
এতটুকু ক্লান্তি ঘাম মুছে যায় বাবার প্রাণ;

বান আর খড়ায় নষ্ট হলো একবিঘা জমি
দুঃখ কষ্ট নাই তাতে ফুলবে নাকি আবার!
হাসির ফাঁকে কে দেখে ফসলের গন্ধ ঊষার
উঠবে ভরে বাবার একবিঘা ফসলের জমি।

_________
০৫-০৭-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “বাবার একবিঘা জমি

  1. সিম্পলি বেস্ট ওয়ান । শুভ শুক্রবার প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———

  2. কবিতায় ছুটির দিনের শুভেচ্ছা জানিয়ে গেলাম কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি রিয়া দিদি 

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———

মন্তব্য প্রধান বন্ধ আছে।