প্রেমিক
শব্দের সৃজনে, ছন্দে, অভিমানে,
অভিশাপের অলঙ্কারে ক্ষত বিক্ষত
পূর্বরাগের খড়-কুটো দিয়ে
সাজিয়ে নিচ্ছি আমার চিতা।
হাজারো শব্দেশরের শয্যায়
দগদগে হয়ে ওঠে গোপন ক্ষত।
আগুনের আলিঙ্গনে পুড়ে যাক
স্বপ্ন, অভিশাপ, অপবাদ।
প্রেমিকের নাম হলো আগুন।
সেই আগুন মুছে দিক যত দাগ।
আর তার লেলিহান শিখায়
লিখে দিক আকাশে, বাতাসে ..
স্বহা ..
সব কিছু মিলিয়ে ভালো থাকুন প্রিয় কবি। স্বহা।

ধন্যবাদ প্রিয় বন্ধু। অনেক ভাল থাকুন।
অফুরন্ত ভালোবাসা রইল।
ধন্যবাদ গল্প দা।
প্রেমিকের নাম হলো আগুন।



সেই আগুন মুছে দিক যত দাগ।
বাহ দারুন কবি, পৌষ শুভেচ্ছায়।
বেশ ভাল লাগলো আপনার মন্তব্য কবি দা।
