মৃত্যু

মৃত্যু

বড় বেশী ছিঁড়ে গেছে তার
বেয়াব্রু ওই সভ্যতার মাঝে
বিষ চেয়েছি দুহাত পেতে তাই
নীল রঙেই মুক্তির সুর বাজে

তারচেয়ে বরং আগুন জ্বালি
জঙ্গলের পর জঙ্গল হোক ছাই
সে আগুনে পুড়ুক শরীর আজ
অনেক হলো, এবার নাহয় যাই!

আকাশ তবে আজ একবার কাঁদ
বৃষ্টি আসুক শৈশবের মাঠ জুড়ে
কচি ঘাস জীবন বাঁচুক তোর।
পাখির মতো মনটা যাক উড়ে

ভারশূন্য হোক শরীর আজ
শব্দ নিয়ে মিথ্যে অহংকার।
বুঝে নিলাম ঋনের গভীরতা।
মৃত্যু আজ তবে হোক অলঙ্কার।

লোকে বলবে সত্যি তুই মহান
অট্টহাস্যে পরিহাসেই পুলক
অপমানে টুকরো হয় খেতাব
আঁজলা ভরে থাক হেমলক

আমার কাছে প্রশ্ন যদি রাখিস,
আজও নিঃশব্দ নতজানু বসে
ক্লান্তি-শ্রান্তি-ভ্রান্তির এ শরীর,
ছায়া হতিস শান্তির পরশে

ছায়া তবু বিলাসি এক চাওয়া,
আমি শুধু বিষ চেয়েছি আজ
নীল রঙা মুক্তি তবে হোক
মৃত্যু আসুক আর নেই কাজ

এবার নাহয় নতুন শাস্তি দে,
বন্ধ করে তোর বিচার প্রহসন।
বিষ আমি নিজেই হয়ে গেছি,
নিজের রক্তে মুক্তির আকর্ষণ।

7 thoughts on “মৃত্যু

  1. ছায়া তবু বিলাসি এক চাওয়া, আমি শুধু বিষ চেয়েছি আজ
    নীল রঙা মুক্তি তবে হোক; মৃত্যু আসুক আর নেই কাজ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অনুপ্রেরণার জন্য ধন্যবাদ প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ রবিউল ইসলাম। আমার ব্লগে স্বাগত জানাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. খুশি হলাম সাইদুর রহমান দা। ধন্যবাদ এবং শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।