লিট ভাষার কিছু শব্দ

কিছুদিন আগেই একটা বাংলা, অংক মিশিয়ে বেংলিশে লেখা দেখে, তা উদ্ধার করতে হিমসিম খেতে হয়েছিল। আজ সেই ভাষা নিয়েই কিছু কথা।

ফেসবুকে ছাড়াও নানা মেসেজে প্রায়ই দেখা যায় অনেকে সংক্ষিপ্ত ভাষায় লিখছেন। যেমন আজকাল অনেকে GREAT কে GR8 লেখেন কিংবা NICE কে 9c লেখেন। আমরা অনুকরণ প্রিয়, অনেককে লিখতে দেখি বলেই নিজেরাও লিখি। বুঝি বা না বুঝি আপটুডেট থাকতে হবে তো!

একটু জেনে নিই ,বর্ণ ও সংখ্যা এক হল কীভাবে। আর এটি আসলে ব্যবহার করে কারা। এই অদ্ভুত ভাষার নাম হচ্ছে লিট (LEET)। লিট ভাষায় মূলত ASCII চিহ্ন ব্যবহার করা হয় মূল শব্দকে লুকনোর জন্য। লিট এর প্রথম ব্যবহার শুরু হয় ৮০ এর দশকে Bulletin Board System (BBS) এ। এটি মূলত তৈরি হয় BBS সদস্যদের মাঝে কোন গোপন বা নিষিদ্ধ বিষয় নিয়ে বার্তা আদান প্রদান এর উদ্দেশে।

অনেকের মতে ষাট এর দশকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এর শীতল সম্পর্ক চলাকালীন সময় এ যুক্তরাষ্ট্র এর গোয়েন্দারা এর সূত্রপাত করেন যেন গোপন তথ্য শত্রুর হাতে না যেতে পারে। কালের পরিক্রমায় ৯০ এর দশক এ কম্পিউটার হ্যাকিং এর সূচনা হলে এটি হয়ে ওঠে হ্যাকারদের ভাষা যাকে তারা নাম দেয় LEET বা 1337 1=L ; 3=E ; 7=T। আর বর্তমানে লিট ভাষা ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে ইমেইল বা ফেসবুকে।

লিট ভাষায় একক বা দ্বি শব্দগুচ্ছ দিয়ে আপনি মনের ভাব প্রকাশ করতে পারেন। এই ভাষায় ইংরেজি ব্যাকরণ ব্যবহারের কোন বাধ্যবাধকতা নেই।

লিট ভাষার কিছু শব্দ

that = dat
look at = peep
newbie = n00b
why = y
and = SPamp dude = d00d
hacker = h4x0r
hello = ping to/two = 2
friends=n00bz

আপনি যদি লিট ভাষা ব্যবহার করতে চান তাহলে আপনাকে বেশি দূর যেতে হবে না। গুগলে গিয়ে English to Leet বা Leet Translator লিখে সার্চ দিলে এমন অনেক সাইট পাবেন। Lit ভাষা নিয়েও অনেক লেখা পাবেন। আর তাছাড়া এর জন্য রয়েছে পিডিএফ বই ও সফটওয়্যার। তাহলে দেখবেন আপনার অচেনা শব্দগুলো কেমন পরিচিত হয়ে ওঠে, আর এভাবেই হয়তো বা আপনি হয়ে উঠতে পারেন লিট স্পিক এ পারদর্শী।

(যদিও আমি রপ্ত করতে পারিনি এই ভাষা)

12 thoughts on “লিট ভাষার কিছু শব্দ

  1. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif জানার শেষ  নাই কবিবন্ধু রিয়া। চলুক আমাদের নৈমত্তিক শেখা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gif

  2. বিষয়টি নিয়ে আমার যথেষ্ট বিরক্তি ছিল। কেনো এই প্রজন্ম এমন অদ্ভুত ভাষায় লিখে বুঝতে পারতাম না । চমৎকার এ পোস্ট থেকে ভুল ধারণা ভাঙলো।  তবে ভাষাটি আসলেই পীড়াদায়ক ।

    সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

    1. ধন্যবাদ দিদি ভাই। এইসব কি শুরু হয়েছে সেটাই তো ভাল লাগে না। :)

  3.  

     

    কম্পুটার সায়েন্স পড়তে গিয়ে ও পড়াতে গিয়ে আ্যাসকি কোড সম্পর্কে আইডিয়া হয়েছিল, কিন্তু সেটা যে এরকমও ব্যবহার করা যায় ইহা সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না।

     

    আজ চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জিত হইলো। 

    ধন্যবাদ দিদিভাই 

  4. * প্রিয় কবি দি, এমন ভাষা নিয়ে বেশ বিরক্ত ছিলাম, কিন্তু এর পেছনের ইতিহাস জানা ছিলোনা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gif

    শুভরাত্রি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।