পাঁচ ফোড়ন

পাঁচ ফোড়ন

যীশুর নামে যুদ্ধের ট্যাঙ্ক
বুদ্ধ হেসে ওঠে পোখরানে।
গঙ্গায় নামে রক্তস্রোত।

ঈশ্বর! তুমি নতুন উপন্যাস লেখ।

একটা নারীকে আবিষ্কার করা
নতুন দেশের আবিষ্কারের মতোই।
ইচ্ছেমত তুমিও হতে পারো
কলম্বাস বা মার্কো পোলো।

সম্পর্কের মাঝে খুব সাবধানে
ছোট্ট একটা হাইফেন রেখো
কারণ হাইফেন একটু বড় হলেই
শূন্যস্থান হয়ে যাবে।

বিষণ্ন মুখ মাঝরাতের ছবি
লক্ষ্য সঠিক তীরন্দাজের।
মুছোনা মুখের বিন্দু বিন্দু ঘাম।
একদিনের জন্য হলেও
হেঁটেছিলে আমার পথে..
ওইটুকুই সঞ্চয় আমার।

ছিন্ন ভিন্ন ছড়িয়ে শব্দেরা
দেখেছি রাতের অন্ধকারে
সাড়ে তিনহাত বুঝে নিলেই
ঘরের মধ্যেই ঘর।

______________________
(‘প্রেমিকের নাম আগুন’ বই থেকে )

16 thoughts on “পাঁচ ফোড়ন

  1. আমি কৃতজ্ঞ প্রিয় বন্ধু, সুদূর কোলকাতা থেকে এই উপহারটি পাঠিয়েছেন। বইটির প্রত্যেকটি লিখা আমার কাছে অসাধারণ লেগেছে। সৃষ্টি গুলোন এভাবেই এগিয়ে যাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অসাধারণ সুন্দর লেখনীতে অপার মুগ্ধতা রেখে যাই।

     

  3. অসাধারণ লেখনী পড়ে মুগ্ধতা রেখে গেলাম শ্রদ্ধেয় রিয়া দিদি। আশা করি ভালো থাকবেন সবসময় ।

  4. অভিনন্দন আর শুভকামনা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    একটা নারীকে আবিষ্কার করা
    নতুন দেশের আবিষ্কারের মতোই।
    ইচ্ছেমত তুমিও হতে পারো
    কলম্বাস বা মার্কো পোলো।

  5. শ্রদ্ধেয়া দিদি… খুব ভালো লাগলো পোস্টটি ।কবিতাগুলো গভীর অর্থ ধারণ করছে অল্পতেই! আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা রইলো। এগিয়ে চলুন কাঙ্ক্ষিত লক্ষ্যে। সত্যি আমি গর্বিত আপনার সঙ্গে একত্রে এখানে লিখতে পেরে। 

  6. রিয়াদি, 

    এতো হেলা ফেলায়, এতো সহজে বুননেও এতো সুন্দর কবিতার মালা গাঁথা যায় তাহলে ! আগুনে পোড়া খাদহীন সোনার মতোই উজ্জ্বল কবিতার কথা, অন্তর্নিহিত ব্যথা। খুব খুব সুন্দর । অনেক ভালোলাগা লেখায় ।

  7. একদিনের জন্য হলেও
    হেঁটেছিলে আমার পথে..
    ওইটুকুই সঞ্চয় আমার।

    আহা কি দারুন লিখলে গো -ভালোবাসা তোমার জন্য 

মন্তব্য প্রধান বন্ধ আছে।