ইদানিং খুব মনে পরে,
ছোট বেলায় পাঠশালায় পাঠ্য আম চুরির গল্পটা।
গাছের নিচে পরে থাকা একটি আমি কুড়িয়ে নিয়েছিল
ছোট আনোয়ার, আমবাগানের মালিকের অজান্তেই।
চুরির অপবাদ, মাস্টার সাহেবের বেত্রাঘাত, সহপাঠীদের গঞ্জনা
আম কুড়ানোর কোনো সুখ পায়নি আনোয়ার।
মাস্টার সাহেব শিক্ষা দিয়েছিলেন তাকে,
পরের জিনিস না বলে নেওয়া চৌর্যবৃত্তি, অন্যের অধিকার হরণ।
ঈশ্বরও হন রুষ্ট গর্হিত সে অন্যায়ে।
মাস্টার সাহেবের সুশিক্ষায় দিব্য হয়েছিল আনোয়ারের জীবন।
আম চুরির অপবাদে অভিযুক্ত ছোট আনোয়ারই
একদিন কুড়িয়ে পাওয়া ধান বিক্রির
হারানো হাজার টাকার থলে ফিরিয়ে দিয়েছিলো শোকাস্তব্ধ
মালিক, ক্ষুদ্র কৃষক আজিজ মিয়ার হাতে !
ষোল কোটি জনগণের ভোটের অধিকার কুড়িয়েছে প্রশাসন ও সরকার,
নিপুন কারিগরিতে ভোট দাতার অজান্তেই!
সাজানো নির্বাচনের অসত্য, অকথ্য শপথে,
আবারও বৈধতা খোঁজে সরকার।
গণতন্ত্রের শব দাহের প্রজ্বলিত আগুনে উদ্ভাসিত
সরকার দিব্য হবে কি কোনো সুশিক্ষায়?
ভোট কুড়ানো নির্বাচনে পাওয়া, জনগণের হারানো শাসন থলে,
দেবে কি সরকার তুলে ভোটের প্রকৃত মালিকের হাতে?
গুপ্ত ঘাতকের জিঘাংসা পীড়িত,স্তম্ভিত বাংলাদেশে,
‘ভোটাধিকার হরণ গর্হিত’ সেই সত্য শিক্ষা দেবার পাঠশালা কোথায়?
আছে কি কোথাও লুকিয়ে এই ব-দ্বীপের সবুজ বন, বৃক্ষের আড়ালে
সরকারি চরিত্র দিব্য করার কারিগর,সেই মাস্টার সাহেব?
"ভোট কুড়ানো নির্বাচনে পাওয়া,জনগণের হারানো শাসন থলে,
ভোটের প্রকৃত মালিকের হাতে তুলে দেবে কি সরকার?
গুপ্ত ঘাতকের জিঘাংসা পীড়িত, স্তম্ভিত বাংলাদেশে
‘ভোটাধিকার হরণ গর্হিত’ সেই সত্য শিক্ষা দেবার পাঠশালা কোথায়?"
…. হে মান্যবর। আপনারই পথে হাঁটিবো পথ … যা-ইবো বহুদূর।
মুরুব্বী,
হাহাহা …দারুন একটা সচিত্র কৌতুক মান্তব্যিক বর্ণনার সাথে!
দেশের রাজনীতি নিয়ে ভাবতে গেলে এসব কৌতুকই শুধু মনে আসে।
রাতের আধার আর শেষ হতে চায় না । অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।
মুরুব্বী,
জীবনের কথা কাব্যে বাংলাদেশের স্পষ্ট প্রতিচ্ছবি। শুভেচ্ছা প্রিয় কবি ইসলাম ভাই।
সৌমিত্রদা,
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।
গুপ্ত ঘাতকের জিঘাংসা পীড়িত, স্তম্ভিত বাংলাদেশে
‘ভোটাধিকার হরণ গর্হিত’ সেই সত্য শিক্ষা দেবার পাঠশালা কোথায়?
আছে কি কোথাও লুকিয়ে এই ব-দ্বীপের সবুজ বন, বৃক্ষের আড়ালে
সরকারি চরিত্র দিব্য করার কারিগর, সেই মাস্টার সাহেব?
রিয়াদি,
কবিতা পড়ার জন্য একটা বড় ধন্যবাদ নেবেন ।