জীবনও অনেকটা এইরকম

জীবনও অনেকটা এইরকম

ভোরের নরম রোদ এক সময় হারিয়ে যায়, সূর্য যখন তীব্র তেজে জ্বালিয়ে দেয় চারপাশ। আবার বিকেলের দিকে ধীরে ধীরে সে ক্লান্ত হয়ে যায়, তার উত্তাপ ক্রমে ম্লান হয়, তখন গোধূলিবেলা। কনে দেখা আলো মাখিয়ে দেয় আশেপাশের এলাকায়।

জীবনেও অনেকটা এইরকম। কষ্ট, তীব্রতা, আকাঙ্ক্ষা থাকে, তারপর ধীরে ধীরে ঝরে যায়। ম্লান হয়ে যায়। কোনো সম্পর্ক স্থায়ী হয় না। সব সম্পর্কের একটা expiry date থাকে। হাতের মুঠো থেকে একে একে ঝরে যায় সবই। কোনো কিছু জোর করে আটকে রাখা মানে সেই সম্পর্ককে দম বন্ধ করে মেরে ফেলা। জীবন তো সেই সূর্যের মতোই। যার শুরু থেকে শেষ আছে। একদিন আমরাও ওভাবেই মিলিয়ে যাব জীবন দিগন্তে। প্রতিটি জীবনই একেকটা উপন্যাস। একটা সময় আসে যখন মানুষ মুগ্ধ হতে ভালোবাসে আবার এক একটা সময় আসে, যখন সে আর কিছুতেই মুগ্ধ হয়না। তারমধ্যে তখন একটা শান্ত ভাব কাজ করে। নাহ! কোনো বিশেষ ব্যাপার নেই। কেবল পেরিয়ে যাওয়া সময়ের কঠিন অভিজ্ঞতারাই মানুষকে ‘ম্যাচিউর’ করে তোলে। খুব বেশি হারানোর কিছু আছে কী?

10 thoughts on “জীবনও অনেকটা এইরকম

  1. জীবনের গুরুত্বপূর্ণ অথবা অধ্যায়ের অনন্য এক ভাবালোচনা। অসাধারণ।

  2. কেবল পেরিয়ে যাওয়া সময়ের কঠিন অভিজ্ঞতারাই মানুষকে ‘ম্যাচিউর’ করে তোলে। খুব বেশি হারানোর কিছু আছে কী? ___ নাই কবিবন্ধু রিয়া রিয়া। :)

  3. একটা জীবন শুরু থেকে শেষ দৃশ‍্য পর্যন্ত সুন্দর উপমায় তুলে এনে, চমৎকার উপস্থাপনায় প্রকাশ করেছেন প্রিয় কবি রিয়া দি ' ভাই। ভাল থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।