রূপকথা
কবিতারা পাড়ি দেয় ছদ্মবেশে নিঃশব্দে। মন কথা খুঁজে পায় স্বপ্নের ঘুম চাদরে। বৃষ্টিজলে বাঁধভাঙ্গা শৈশব আর কাগজ নৌকা। কৈশোর আলগোছে ফিরে চলে স্বপ্ন থেকে স্বপ্নান্তরে আনমনা। যৌবন পথে পথে রোদ মাখে ধুলো ওড়ায় আর অবুঝ বার্ধক্য কড়া নাড়ে নিয়তি গ্রাহ্য সবুজ হয়ে।
আকাশের খাঁজে জমা মেঘ নেমে আসে বজ্রসিঁড়ি বেয়ে আমার ঘরে। পথ ভুলে এপথ ওপথ হয়ে মন ডানা মেলে দেয়। আমি যদি পা রাখি ঠিক ওমনি করে? মেঘের মত জানলা বেয়ে কার্নিশে, উড়াল দিতে চেয়ে!
ঝড় উঠুক আকাশ, বাতাস নস্যাৎ করে।
_________
রিয়া চক্রবর্তী।
সুন্দর। প্রকৃতির দূর্যোগ আচরণ যেমন হোক জীবনগাঁথায় প্রচ্ছদ ভালো এসেছে কবি। অভিনন্দন।
শুভকামনা প্রিয় বন্ধু।
মন কথা খুঁজে পায় স্বপ্নের ঘুম চাদরে … অসাধারণ।







ধন্যবাদ সালজার রহমান সাবু দা। শুভ কামনা।
চমৎকার একটি লেখা, সহজ জীবনালেখ্য। সেল্ফিটা লেখায় সামঞ্জস্যপূর্ণ। এই তো জীবন। কখনও মা’র কোলে বসে বিস্ময় ভয় উৎসুকভাব নিয়ে পৃথিবী দেখেছি, কখনও ব্যাঙের মতো লাফিয়ে খেলার মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত গিয়েছি… এভাবেই একদিন…
হার্দিক শুভেচ্ছা রইলো। সময় পেলে শিয়ালদহ স্টেশনের পাশের দোকাম থেকে আম কাজুবাদামের জুস খেতে ভুলবেন না। আহা, টসটসে পাকা আম ও এক মুঠো বাদামের ওরকম ফ্রেশ সুস্বাদু জুস মাত্র পচিশ রুপিতে বাংলাদেশে আমরা কল্পনাও করতে পারি না। এখানে অজ পাড়াগাঁয়েও অতো সুলভে এই জুস পাওয়া যাবে না।
আপনাকে বিশেষ ধন্যবাদ অর্ক দা।
দারুণ গদ্যময়তা। অভিনন্দন এবং শুভকামনা কবি রিয়া চক্রবর্তী।
ধন্যবাদ কবি সুমন আহমেদ।
শুভেচ্ছা কবি রিয়া চক্রবর্তী।
ধন্যবাদ কবি দিদি ভাই।
দারুণ দিদি ভাবনার সাথে ছবি মিল আছে
অনেক শুভেচ্ছা নিবেন——–
ধন্যবাদ কবিবাবু। শুভকামনা।
আপনার কবিতায় আমি বরাবরেরমত এবারও মুগ্ধ হয়েছি শ্রদ্ধেয় রিয়া দিদি।
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম কবি নিতাই দা।
ভালোবাসা রিয়া – অমন সুন্দর তুমিই হতে পারো –
ভালবাসা প্রিয় কবি দি।