» নীল আকাশ ভালোবেসে……

=আকাশ ভালোবেসে হই সুখি=

নিবিড় আলিঙ্গনে পাতারা জড়িয়ে রাখে আকাশের ছায়া,
পাতার ফাঁকে অদ্ভুত নীল চাতালে রঙধনুর রঙ, আহা কী মায়া!
কত বিষাদ ছুঁয়ে থাকে মন, কত বিষণ্ণ ক্ষণ থাকে ঠোঁট ছুঁয়ে
কত একাকিত্ব, কত হাহাকার কত বিতৃষ্ণা চোখে পড়ে নুয়ে,
সব ধুলিসাৎ হয়ে উড়ে যায় নিমেষে, এক ঝলক আকাশে তাকালে
আর আমি তাকালেই, পাতারা নৃত্য তুলে হাওয়ার তালে তালে।
বুক আকাশে জমানো বিষাদের কালো মেঘ কেটে যায় নিমেষে
আকাশভর্তি নীল, আর রঙধনু রঙ চোখে পোরে থাকি সুখাবেশে।
এই তো জীবন আলতো কষ্ট, অঢেল সুখ নিয়ে বেঁচে থাকা,
আকাশে অথবা মর্ত্যে কত সুখ স্বপ্ন আছে আঁকা।
যে আকাশ ভালোবেসে ঠাঁয় তাকিয়ে নেয় নিঃশ্বাস, কষ্ট উড়িয়ে,
তার জীবন জুড়ে উচ্ছ্বাস, মুগ্ধতা,
সে নেয় বেঁচে থাকা, ভালোবেসে জীবনটাকে জুড়িয়ে।
(এপ্রিল ১৯/২০১৯)

=এই শহরের আকাশে=

এই শহরের আকাশে নিভৃতে জ্বলতে থাকে
আকাশ আলো করে নিশুতির চাঁদ,
ব্যস্ত মানুষগুলা হাঁটে হন্তদন্ত, চাঁদের খবর আর কে রাখে!
এই শহরের পথেঘাটে পাতা আছে ব্যস্ততার ফাঁদ!

আলোর ঝলকানি চারিদিকে, এনার্জি অথবা নিয়ন আলোয়
পথ চিনে নেয় পথিক, প্রয়োজনহীন চাঁদালোর প্রহর,
এখানে সুখি মানুষরা নিজ স্বার্থে পথ হাঁটে, কাটে ক্ষণ ভালোয়,
চাঁদের আলোর পানসে পথে জেগে থাকে রাতভর শহর।

পথের বাঁকে পথ হারিয়ে কেউ খুঁজে না চাঁদ আলো
বিদ্যুৎ আলোয় পথের পথ কেবল সেজে থাকে,
অলিগলি রাজপথ ঝকঝকে, নেই কোথাও কালো,
আমি কেবল আলো খুঁজে মরি পথের বাঁকে বাঁকে।

উর্ধ্বমুখি হই, চাঁদ হেসে বলে, আছি তোর সঙ্গে
হেঁটে চলে চাঁদ যতদূর যাই, ক্লান্তি ভ্রান্তি ঠেলে,
খুব উড়ে যেতে ইচ্ছে করে, মিশে যাই ইচ্ছে চাঁদালোর রঙে,
ইচ্ছে লাগে আমার, একাকি উড়ি চাঁদ ছুঁয়ে ডানা মেলে।
(এপ্রিল, ১৮/২০১৯)

7 thoughts on “» নীল আকাশ ভালোবেসে……

  1. আজকে দুটি কবিতা শেয়ার করেছেন। লিখা সাজাবার কৌশল দেখেই বুঝে নিয়েছি এটা ভীষণ পরিচিত। আপনার লিখার সবচেয়ে বড় বৈশিষ্ট হচ্ছে মেদহীন অক্ষরবৃত্তের বলয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. অনেক ধন্যবাদ মুরুব্বী ভাইয়া

      ভালো থাকুন

  2. দুটি ছবি দুটি কবিতা অসাধারণ হয়েছে কবিবোন। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. নির্মল পরিপাটি লিখা উপহার দিয়েছেন কবি এই মেঘ এই রোদ্দুর আপা। সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  4. সুন্দর কবিতা পড়লাম। শুভেচ্ছা রইলো।  

  5. অপার মুগ্ধতা প্রিয় কবি দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. কবিতা দুটাই অন্যরকম লাগল কবি আপু

    অনেক শুভেচ্ছা নিবেন————–

মন্তব্য প্রধান বন্ধ আছে।