একলা যাপন

একলা যাপন

এই সময়টা আমার জন্য নয়
এখনও আসেনি আকাঙ্খিত সময়
আজও হারিয়ে যাইনি
মুখ মুখোশের বেয়াড়া স্রোতে।
মুখোশগুলো অবাক করে শুধু।

সত্যিই হারাইনি।

হারাতে চেয়েছিলাম একবিন্দু আলোর মাঝে,
শুধুমাত্র ভালোবাসা চেয়ে,
হারাতে চেয়েছিলাম বিশাল সমুদ্রে
এককণা ধবধবে সাদা নুড়ি হয়ে।

সত্যিই হারাতে চেয়েছিলাম।

ভালবাসতে চেয়েছিলাম গভীরভাবে,
চেয়েছিলাম উজ্জ্বলতম নক্ষত্রের মতো
শতাব্দীর শ্রেষ্ঠ প্রেমের উপন্যাস হতে।
এখন বুঝি, ভালোবাসা মিথ্যে।

চেয়েছিলাম, সত্যিই চেয়েছিলাম।

তাই আজও একাই হেঁটে যাই
আঁধার থেকে অন্ধকারে।
মুখোশ ছেনে ছেনে মুখের খোঁজে।

_________
রিয়া চক্রবর্তী।

12 thoughts on “একলা যাপন

  1. অসাধারণ কবিতা পড়লাম কবি রিয়া চক্রবর্তী। :)

    1. ধন্যবাদ কবি সাজিয়া আফরিন দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সুন্দর একটি প্রচ্ছদের সাথে সুন্দর কবিতা কবি রিয়া চক্রবর্তী।

  3. খুব সুন্দর হয়েছে কবি রিয়া। 

    1. ধন্যবাদ কবি শাকিলা তুবা দি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. ভালবাসতে চেয়েছিলাম গভীরভাবে, চেয়েছিলাম উজ্জ্বলতম নক্ষত্রের মতো
    শতাব্দীর শ্রেষ্ঠ প্রেমের উপন্যাস হতে।
    এখন বুঝি, ভালোবাসা মিথ্যে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. হুম। অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. আমার কাছে ভালো লেগেছে।

  6. সুন্দর লেখনী। কাব্যপাঠে মুগ্ধতা রেখে গেলাম।
    সাথে থাকবেন। এটা প্রত্যাশা রইল।
    জয়গুরু।

মন্তব্য প্রধান বন্ধ আছে।