কবিতা এবং জীবন

কবিতা

কবিতা কাঁদুক আজ, ব্যথিত হোক!
ধেয়ে আসুক কদর্য জিভ! আঙ্গুলের নখ
চিতায় তুলে রেখে ভুলে যাবো শোক
কবিতা কাঁদুক আজ; হোক আরো;
রক্তাক্ত হোক!

জীবন

জীবনকে একবার চুম্বন করে দেখতে চেয়েছি
একবার ভেবেছি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
শিখে নেবো মন্ত্রপাঠ; মোহনীয় সঙ্গীত!

একবার তোমাকে ছুঁয়ে, জীবনকে ছুঁয়ে
দেখতে চেয়েছি!

একবার দেয়ালের লাল পোস্টারে সেঁটে হৃদপিণ্ড
দেখতে চেয়েছি কতোটা ক্ষত-বিক্ষত হতে পারি!
নগরের বিষাক্ত বাতাসে কতোটা মৃত্যুর ঘ্রাণ
ছড়িয়ে কতোটা উল্লাসে মেতে উঠতে পারে,
নাগরিক সম্প্রদায়! বিনীত ভদ্র মহোদয়গণ!

18 thoughts on “কবিতা এবং জীবন

  1. অসাধারণ দুটি কবিতা উপহার দিয়েছেন কবি সুমন আহমেদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অনেক ধন্যবাদ কবি সৌমিত্র দা। :)

    1. ধন্যবাদ কবি সাইদুর রহমান ভাই। :)

  2. সুন্দর হয়েছে কবিতা দুটি। অভিনন্দন কবি সুমন আহমেদ ভাই।

    1. ধন্যবাদ শ্রদ্ধেয় আজাদ ভাই। :)

    1. খুশি হলাম হরবোলা আবু সাঈদ ভাই। :)

  3. জীবনেরকবিতা, প্রিয় সুমন ভাই।   

    1. ধন্যবাদ আনু আনোয়ার ভাই। ঈদ মোবারক। :)

  4. সুমন আহমেদ, 
    'কবিতা' কেন এতো সংক্ষিপ্ত ? 'কবিতা'  সহজেই  আরো একটু উচ্চকিত হতেই পারতো, বলতে পারতো আরো একটু জীবন যন্ত্রণার কথা  …. এই দুঃসময়ে লিখে বা কবিতা দিয়েইতো অনেক বলতে হবে । পথ ছেড়ে দিলে, থেমে গেলে বা থমকে গেলেতো চলবে না । 

    1. ঠিক তাই। থেমে গেলে তো চলবে না। চেষ্টা করছি চলার প্রিয় লেখক। :)

  5. একবার তোমাকে ছুঁয়ে, জীবনকে ছুঁয়ে
    দেখতে চেয়েছি!

    ভাবনার নিপুণ কারুকাজ ..

মন্তব্য প্রধান বন্ধ আছে।