মনের তুমি

আজকাল আমি বড় বেশি অস্থির হয়ে উঠি,
যদিও এখন আমার আরো বেশি চুপচাপ ধীরস্থির থাকার কথা।
তবে কি নিজের অজান্তেই ? একটু একটু করে বদলে যাচ্ছি রোজ?
অবশ্য আজকাল সবকিছুতেই এক ভালোলাগা মিশে থাকে।

আমি রোজই আমার ঘরের প্রতিটি কোণের সাথে কথা বলি,
দূরের ওই আমগাছটাকে রোজ ঝাঁকড়া নিমগাছের গল্প বলি,
ছাদের কার্নিশে বসে থাকা পায়রাদের আমার গল্প বলি –
আর আকাশভরা তারাদের মাঝে নিজেকে হারাই।

অদ্ভুত ভাললাগায় মন ভোরে ওঠে
হালকা একটা হাসি খেলে যায় ঠোঁটের পাশে।
আজকাল সময় আমাকে তুমি ছুঁয়ে থাকো,
তাই মনে হয় কাল-আজ-কাল নিয়ে
তল খোঁজ ডুবুরির মতো সময় ভাবায়।

ডুবে থাকি তোমাতেই বিশ্বাসে-ভালোবেসে
ঠিক কি পেয়েছি, কি পাইনি, কি যে চেয়েছি, কি চাইনি-
কোন পথে মাঝপথ কাঁটাগুলো শেষ।
আজ কেন মনে হয় সামনের কোন পথের বাঁক পেরলেই,
সেই মেঠো পথের সেই আলপথ যারা
কবে থেকে পথ চেয়ে বসে আছে,
যে পথের মাঠে বাজে বাঁশী, মন কেমন করা সুর।

জানিনা আমার সেইখানে যাওয়া হবে কি না,
আলোটা যদি নিভে যায় সে বাঁকের কোনফাঁকে?
যদি দিকভুল করে ফেলি আমি?
যদি কোথাও হোঁচট খেয়ে হৃদয় চিরে যায়?
যদি আমার আর যাওয়া না হয় সেই স্বর্গপুরিতে? মন?
রাত ফিরে আসে আমার এই চিলতে ঘরটায়।

পাশের বাড়িতে রেডিওয় গান “তুম বিন জাউ কাঁহা” লতাজি গাইছেন।
আমারও তো ওই একই কথা মন,
তাঁকে ছাড়া আমি যে কিছুই ভাবতেই পারি না।
গাঢ় থেকে গাঢ়তর হয় ভালোবাসার রং।

22 thoughts on “মনের তুমি

  1. এমন সুন্দর গুছিয়ে লিখেন কিভাবে কবি রিয়া !! চমৎকৃত হলাম। :)

  2. “তুম বিন জাউ কাঁহা” …  আমারও তো ওই একই কথা মন !! তাঁকে ছাড়া আমি যে কিছুই ভাবতেই পারি না। গাঢ় থেকে গাঢ়তর হয় ভালোবাসার রং। ___ ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আমার লেখায় এই প্রথম ভালোবাসা শব্দটি ব্যবহার করলে বন্ধু। খুশি হলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. কবিতাটি পড়ে মনটা উদাস হয়ে গেলো রিয়া আপু। তারপরও শুভেচ্ছা। :)

  4. আমি রোজই আমার ঘরের প্রতিটি কোণের সাথে কথা বলি,
    দূরের ওই আমগাছটাকে রোজ ঝাঁকড়া নিমগাছের গল্প বলি,

    ========কি সুন্দর কবির কথা বলা,,,,,,,,,,শুভেচ্ছা অফুরানhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. সুন্দর প্রয়াস  অসাধারণ লেখনী। বিষয়বস্তু সুন্দর।
    প্রিয়কবিকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাই

    সাথে থাকুন, পাশে রাখুন।
    জয়গুরু!

  6. চমৎকার, কবিতায় সকাল ফুটে আমার । কয়েকবার পড়েছি। অন্য এক ঘোর কাজ করছে যেন। দুটি লাইন নিজের মানুষকে কপি করে পাঠিয়ে দিলাম। বলে দিয়েছি আমি লেখিনি, চুরি করেছি প্রিয় কবি -রিয়া দির লেখা থেকে। শুভ সকাল।

  7. প্রিয় দিদি,আপনার চিন্তাশক্তি অনেক প্রখর,ভাবনাকে ফুটিয়ে তুলেছেন কবিতায়। 

  8. আজকাল আপনি অনেক বেশি সিরিয়াস, তাই অনেক বেশি অস্থির হয়ে ওঠেন রিয়া দেবী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

    কতটুকু বুঝলাম জানিনা, তবে পড়তে ভালো লাগলো যে https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wacko.gif। এভাবেই একদিন আমিও কবিতা বুঝতে শিখে যাবো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।