সৌমিত্র চক্রবর্তীর কবিতা

যতদিন জীবিত থাকে নেলপালিশের শিশি
লিপস্টিকে লেগে থাকে রং…
ততদিন, ঠিক ততদিন
কুচোমাছ খালেবিলে বঁড়শি প্রত্যয়
ডানা মেলে কিচমিচ বসন্তবৌড়ি
নির্ভার ভেসে যায় উড়ুক্কু সাপ
খেজুর গাছের নীচে অলস দুপুর
মেগাসিরিয়ালে বনেদী এয়ারপোর্টের পাশে
লাল চাল মুঠো ভাত আটপৌরে গ্রাম।

তারপর একদিন, একদিন…
টান মেরে ভেঙে যায় গুছানো গেরস্থালী
ছড়িয়ে ছিটিয়ে যায় উলঙ্গ প্রতারণা জঞ্জাল
ভাদ্র গুমোট ঘিরে ধরে কবিতার মুখ;
কবিতারা শেষ হলে বর্ষাও বাড়ী ফিরে যায়।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

32 thoughts on “সৌমিত্র চক্রবর্তীর কবিতা

  1. সৌমিত্র চক্রবর্তীর কবিতা'র জয় হোক। শুভেচ্ছা প্রিয় সৌমিত্র। শুভ দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2.  

    ভালো লাগলো সৌমিত্র চক্রবর্তীর কবিতা 

  3. ভাদ্র গুমোট ঘিরে ধরে কবিতার মুখ;
    কবিতারা শেষ হলে বর্ষাও বাড়ী ফিরে যায়।

     

    * অপূর্ব… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ভালোবাসা কবি দিলওয়ার হুসাইন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. সৌমিত্র চক্রবর্তীর কবিতায় সৌমিত্র চক্রবর্তীকে শুভেচ্ছা জানাই। :)

  5. কবিতারা শেষ হলে বর্ষাও বাড়ী ফিরে যায়।

    -অসাধারণ  

    1. ভালোবাসা পবিত্র হোসাইন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. সুন্দর একটি কবিতার সাথে সুন্দর প্রচ্ছদ। অভিনন্দন কবি সৌমিত্র দা। :)

    1. ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. শুভেচ্ছা আবু সাঈদ আহমেদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  7. তারপর একদিন, একদিন…
    টান মেরে ভেঙে যায় গুছানো গেরস্থালী

    ======কবিকে বর্ষার জলসিক্ত ভালোবাসা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ভালোবাসাময় ভালোবাসা কবি চারু মান্নান ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  8. সুন্দর লিখেছেন প্রিয়কবি। অসাধারণ কাব্যিকতায় মুগ্ধ হলাম। বিষয়বস্তু সুন্দর।
    প্রিয় কবিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

    সাথে থাকবেন। জয়গুরু!

    1. শুভেচ্ছা কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  9. ভাদ্র গুমোট ঘিরে ধরে কবিতার মুখ;
    কবিতারা শেষ হলে বর্ষাও বাড়ী ফিরে যায়।

    আজ শুধু কবিতা ময় সকাল আমার । কি চমৎকার লিখেছেন সত্যি মুগ্ধ হলাম প্রিয় কবি, সৌমিত্র চক্রবর্তী দা ।

    1. ভালোবাসা কবি আদেল পারভেজ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  10.  কবির ভাবনাময় কবিতায় মুগ্ধ হলাম।  ভালো লাগা রেখে গেলুম কবি দা।

    1. ভালোবাসা কবি শাহাদাত হোসাইন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  11. ভাদ্র গুমোট ঘিরে ধরে কবিতার মুখ;
    কবিতারা শেষ হলে বর্ষাও বাড়ী ফিরে যায়।

    ভাবনার নান্দনিকতায় মুগ্ধ হলাম কবি।

  12. প্রয়োজন ফুরালে ফুরায় গুরুত্ব। যৌবন ফুরালে প্রেমাসক্তি। অধিকাংশ ক্ষেত্রে এটাই সত্যি, কারণ মানুষ একধরণের পশু। খুব কম মানুষই বিবেকবান হয়, তাদের ক্ষেত্রে ভিন্নতা দেয়া যায়। kiss

    সৌমিত্র দার জয় হোক https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  13. ভাদ্র গুমোট ঘিরে ধরে কবিতার মুখ;
    কবিতারা শেষ হলে বর্ষাও বাড়ী ফিরে যায়।

     

    দারুণ 

     

     

    1. যায় তো যাযাবর জীবন ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।