মোমরাঙা মন

মোমরাঙা মন

এক পশলা বৃষ্টির বয়ে নিয়ে এলো তোমার সুবাস। একলা হয়ে যাওয়া দুপুরের আয়েশী হাওয়ায় ভেসে আসছিলো তোমার কথারা। এক একটা দিনের সাথে মিশে যায় গুঁড়ো গুঁড়ো ভালোবাসার অনুভূতি। মন জুড়ে, কোল পেতে, এক বুক আকাশ নিয়ে বসে থাকি তোমার অপেক্ষায়।

দিগন্তের চিহ্ন বরাবর মনে মনে হেঁটে আসি তোমার সাথে। এঘর ওঘর পেরিয়ে যায় হাওয়া, গ্রীষ্ম থেকে বর্ষায়, শরৎ থেকে শীতে। আমার অপেক্ষা শেষ হয় না। ভীষণ ইচ্ছে হয় তোমার চোখে চোখ রেখে দেখি সাঁঝের আকাশ। আর ঠিক তখনই ভীষণ ভালোবেসে জড়িয়ে থাকি পাখির পালকের ওম মাখা তোমার মোমরঙা মন।

22 thoughts on “মোমরাঙা মন

  1. জড়িয়ে থাকি পাখির পালকের ওম মাখা তোমার মোমরঙা মন। শেষ কথায় বাজিমাৎ। অভিনন্দন কবি বন্ধু রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. মন জুড়ে, কোল পেতে, এক বুক আকাশ নিয়ে বসে থাকি তোমার অপেক্ষায়।

    তুমি কে কান্দ গো কন্না ঐ নদীর কিনারায়,

    আউলা চুল বাতাসে উড়ে ঘোমটা নাই মায়। 

    শ্রদ্ধেয় দিদি এটা একটা লোকগীতি গানের কলি। 

    শুভেচ্ছা জানবেন।      

  3. শুধুই তুমি আর ভালোবাসা, এই করে করেই চেহারাটা মেয়ের কাছাকাছি নিয়ে এসেছেন?  গ্রেট আবিষ্কার কিন্তু, আমি সিরিয়াসলিই বলছি রিয়া দেবী। আমার গবেষণা কেও ছাপিয়ে গেলেন আপনি।

    রিয়া দেবীর জয় তো হয়েই গেছে ইদানীং https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

  4. দিগন্তের চিহ্ন বরাবর মনে মনে হেঁটে আসি তোমার সাথে।
    ……………………………………..
    ……………………………………..

    ভীষণ ভালোবেসে জড়িয়ে থাকি পাখির পালকের ওম মাখা তোমার মোমরঙা মন।

    চমৎকার ভাবনা ….

মন্তব্য প্রধান বন্ধ আছে।