কোথায় ছিলে এতোদিন!
জানোনা, এই নির্বান্ধব প্রাসাদ
দেওয়াল ঘড়ির একঘেয়ে কান্না
অশক্ত চাকরের মাছের চোখ
রোজ, রোজই গিলে খায় আমাকে!
কোথায় গেছিলে পারমিতা!
তোমার নিটোল হাত খুঁজে
ক্ষয়ে গেছে আমার প্রত্যেক নখ,
চশমার ফ্রেম আলগা হয়ে
সবকিছু ঝাপসা হয়ে যায় ক্রম অনুযায়ী;
এখন এই বিষাদবাস শুধুই
আতংকিত করে
তুমি কাছে এলে চিনতে পারব তো
তোমাকে, পারমিতা!
অন্ধ জানলার বাইরে
কুমোরটুলির বিষণ্ন কারিগর
একমনে মাটি ছেনে
গড়ে তোলে হারিয়ে যাওয়া
পারমিতার মুখের আদল।
.
©Soumitra Chakraborty
পারমিতার মুখের আদল কল্পনা করলাম প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। অভিনন্দন।
ভালোবাসা ্প্রিয় ভাই।
হারানো সুর অথবা হারানো মুখ। সেই মুখ কি পারমিতা'র কবি সৌমিত্র দা?
এটা তো সিক্রেট কবি বোন সাজিয়া আফরিন।
কুমোরটুলির বিষণ্ন কারিগর
একমনে মাটি ছেনে
গড়ে তোলে হারিয়ে যাওয়া
পারমিতার মুখের আদল।
কবিতার চুম্বক অংশ এখানে কবি সৌমিত্র দা। শুভেচ্ছা।
ভালোবাসা কবি সুমন আহমেদ ভাই।
তুমি কাছে এলে চিনতে পারব তো
তোমাকে, পারমিতা!
ভীষণ আবেগ কাজ করছে এখানে কবি।
ভালোবাসা কবি বোন শাকিলা তুবা।
অন্ধ জানলার বাইরে
কুমোরটুলির বিষণ্ন কারিগর
একমনে মাটি ছেনে
গড়ে তোলে হারিয়ে যাওয়া
পারমিতার মুখের আদল।
===========কবি ফেইল, শেষ পযন্ত কুমারের কাছেই ছাড়তে হল, হা হা
কবি কাশফুল ভালোবাসা।



ভালোবাসাময় ভালোবাসা কবি চারু মান্নান ভাই।
আমি তো আজ ভুলে গেছি সবি,
ঐ চোখে চেয়ে চেয়ে হয়ে গেছি–
যেন কবি।
কবিতার জন্য ভালবাসা রইলো দাদা,
ধন্যবাদ আলমগীর কবির ভাই।
সত্যিই মন ছুঁয়ে গেল, পথের পাঁচালীর দূর্গা অপুর মত আজ পারমিতার জন্যও মন কেমন করে উঠলো।
সৌমিত্র দার জয় হোক
ভালোবাসায় জয় হোক আসিফ আহমেদ ভাই।
কবি মন ঠিকই ছাঁচ গড়ে নেয় হারানো মুখের–
কবিতায় শুভেচ্ছা ও ভালোবাসা রইলো সৌমিত্র দা
ভালোবাসা কবি জাহিদ অনিক ভাই।
চমৎকার কাব্য ভাবনা

ভালোবাসা কবি শান্ত ভাই।