পরিযায়ী পাখিরা ডানায় ডানায় বয়ে আনে পশমিনা সকাল। নদীর কোল থেকে কাঁকড়ারা বয়ে আনে নোনতা সমুদ্র। হিম হিম কুয়াশায় অফুরান আলো নিয়ে নিঃশ্বাসে, ঝরে পড়বে একটা একটা পাতা। আর আমি! আমি তখন এক এক ফুঁয়ে উড়িয়ে দেবো আমার ইচ্ছে-ঘুড়ি।
কুয়াশারা হাত ধরাধরি করে মুছে দেবে মন খারাপি সাঁকো। বুকে ভরে নেবো মাটির আতর।ঠিক তক্ষুনি, গভীর চোখের মেয়েটাকে দেখে, নিষ্পাপ মনে হেসে ফেলবে কেউ। ঠিক তক্ষুনি, হঠাৎ দেখা টলটলে হাসির মেয়েটাকে অজান্তে ভালোবেসে ফেলবে কেউ।
চমৎকার কথা কাব্য। অভিনন্দন প্রিয় কবি রিয়া রিয়া।
অনেকদিন পর আপনার লিখা শব্দনীড়ের পাতায় ভেসে উঠলো।
ইচ্ছাঘুড়ি চমৎকার কবি দিদি অনেক শুভেচ্ছা রইল
সুন্দর লিখেছেন
ভালো লিখেছেন, দিদি। ভালো লাগলো।
প্রিয় কবি অনেকদিন পরে আপনার লেখা পড়ে খুব ভালো লাগলো।
শুভকামনা সতত